ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ॥ চার মাসের অন্তঃসত্ত্বা

প্রকাশিত: ০৪:০৩, ২৬ মার্চ ২০১৭

বরিশালে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ॥ চার মাসের অন্তঃসত্ত্বা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে (২৪) তিন নরপশু ধর্ষণ করেছে এতে ওই যুবতী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য প্রভাবশালী মহল অপতৎপরতা শুরু করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকার। বুদ্ধিপ্রতিবন্ধী ওই যুবতীর দিনমজুর তার মেয়েকে ধর্ষণের ঘটনার অভিযোগে প্রতিবেশী আমির হাওলাদারকে আসামি করে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার সকালে পুলিশ ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা যুবতীকে মেডিক্যাল চেকআপের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অভিযোগ অস্বীকার করে আমির হাওলাদার বলেন, ধর্ষিতা প্রতিবন্ধী পার্শ¦বর্তী প্রভাবশালী হাফিজ খান ও চুন্নু বেপারির নাম বলা সত্ত্বেও পূর্ব শত্রুতার জের ধরে তাকে আসামি করা হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা যুবতীর ডিএনএ পরীক্ষা করে প্রকৃত অপরাধীর শাস্তির দাবি করেন। লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, অভিযোগের তদন্ত করে অপরাধীদের ধরার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। গণহত্যার নীরব সাক্ষী ইঁদারার ওপর এখন দোকান বসে নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ মার্চ ॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকারদের অত্যাচার ও গণহত্যার নীরব সাক্ষী শালিখার উপজেলা সদর আড়পাড়া ডাকবাংলোর সামনে অবস্থিত ইঁদারার খবর কেউ রাখে না। ইঁদারাটি ভরাট করে তা ওপর দোকান বসে। পাকিস্থানী সেনারা মুক্তিযুদ্ধের সময় আড়পাড়া ডাকবাংলোয় ক্যাম্প করেছিল। ডাকবাংলোটি ফটকি নদীতীরে অবস্থিত। পাকবাহিনী ও তাদের দোসর রাজাকাররা নদীপথে যেসব মানুষ যেত তাদের ধরে এনে নির্মম অত্যাচারের পর হত্যা করে ফটকি নদীতে ফেলে আবার অনেককে হত্যা করে এই ইঁদারায় ফেলে দিত। ফলের শত শত মানুষ হত্যার নীরব সাক্ষী এই ইঁদারা। বর্তমানে ইঁদারাটি ভরাট। তার ওপর প্রতি সপ্তাহে হাটের দিনে দোকান বনে। বোঝার উপায় নেই এই সেই ইঁদারা। পাকবাহিনী ও রাজাকারদের মানুষ হত্যার নীরব সাক্ষী। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৫ মার্চ ॥ কচুয়ায় এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক যুগ্ম সচিব মোঃ শাহাদাত হোসেন মজুমদার প্রধান অতিথি হিসেবে উপজেলার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্তদের নগদ অর্থ ও সনদ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন মজুমদার, সমাজসেবক এম আলমগীর মজুমদার, আবু বক্কর উজ্জ্বল, অধ্যাপক আঃ ওয়াদুদ মজুমদার, প্রাক্তন ইউপি চেয়ারম্যান জিকে এম আলমগীর মজুমদার, প্রধান শিক্ষক মোঃ আজিজ উল্যাহ প্রমুখ। পটিয়ায় ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ২৫ মার্চ ॥ পটিয়া সদরের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা চত্বর থেকে এক ‘ঘণা র‌্যালি’ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পটিয়া সদরে নির্মিত ইয়াহিয়া খানের কুৎসিত চেহারার ঘৃণাস্তম্ভে জুতা ও থুতু নিক্ষেপ করে ঘৃণা জানানো হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ টিপু, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী প্রমুখ।
×