ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজাকারদের তালিকা ফলকসহ ৬ দফা দাবি

প্রকাশিত: ০৪:০৩, ২৬ মার্চ ২০১৭

রাজাকারদের তালিকা ফলকসহ ৬ দফা দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ মার্চ ॥ প্রত্যেক জেলার নিকৃষ্টতম স্থানে রাজাকারদের তালিকা ফলক স্থাপনসহ ছয় দফা দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের আয়োজনে শনিবার বেলা ১১টায় নড়াইল চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেনÑ অগ্নিবীনার চেয়ারম্যান এইচ এম সিরাজ, নড়াইল জেলা মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমানুসহ অনেকে। সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়িতে বোমা হামলা, গুলি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে। রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাইপো রাসেল বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় হঠাৎ তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলিবর্ষণ ও দুটি বোমা মারে দুর্বৃত্তরা। কিন্তু সে দ্রুত ঘরে ঢুকে যাওয়ায় গুলি দেয়ালে লেগেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ প্রকাশের পর বেতন পেলেন শিক্ষক কর্মচারীরা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ দৈনিক জনকণ্ঠে খবর প্রকাশের পর বেতন পেলেন ময়মনসিংহ জেলা পরিষদ উচচ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। ফলে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের কর্মসূচী প্রত্যাহার করে ক্লাসে যোগ দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। অবসরে যাওয়া প্রধান শিক্ষকের থাকা না থাকা নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে ত্রিমুখী দ্বন্দ্বের জেরে গত নবেম্বর থেকে চার মাস ধরে বেতন উত্তোলন বন্ধ ছিল জেলা পরিষদ স্কুল শিক্ষক ও কর্মচারীদের। গত ১৪ মার্চ দৈনিক জনকণ্ঠে ‘ত্রিমুখী দ্বন্দ্বে অচলাবস্থা-ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়’ শিরোনামে খবর প্রকাশের পর জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান এবং জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের উদ্যোগে গত ১৬ মার্চ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে সভায় সমস্যার সমাধান করা হয়।
×