ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড

প্রকাশিত: ০৪:০১, ২৬ মার্চ ২০১৭

বগুড়ায় বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড

বগুড়ায় অর্থনৈতিক কর্মকা- পরিচালিত হয় এমন প্রতিষ্ঠানের সংখ্যা এবং তাতে কর্মসংস্থানের হার গত এক দশকে গড়ে ৯ শতাংশ বেড়েছে। উভয় ক্ষেত্রে বৃদ্ধির এই হার শহরের চেয়ে গ্রামেই বেশি। এতে চাঙ্গা হয়ে উঠছে জেলার গ্রামীণ অর্থনীতিও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদন বলছে, অর্থনৈতিক কর্মকা- পরিচালিত হয় বগুড়ায় এমন প্রতিষ্ঠানের সংখ্যা আড়াই লাখেরও বেশি। যেখানে কাজ করছেন প্রায় সাড়ে ৭ লাখ। ব্যবসায়ীরা বলছেন, শহরের তুলনায় গ্রামে জমির দাম কম, এছাড়া নেই শ্রমিক সংকটও। তাই গ্রামাঞ্চলে বাড়ছে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা। আর ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারী-বেসরকারী সহায়তা অব্যাহত থাকলে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারে এখানকার গ্রামীণ অর্থনীতি। অর্থনৈতিক রিপোর্টার পুঁজিবাজারে লেনদেনে ব্যাংকের আধিপত্য গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আধিপত্য বিস্তার করেছে ব্যাংক খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই হচ্ছে ব্যাংক খাতের। কোম্পানিগুলো হলো সিটি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক। সিটি ব্যাংকের ৮ দশমিক ৩৩ শতাংশ লেনদেন বেড়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটি ৫ কোটি ৫ লাখ ২১ হাজার শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ছিল ১৯৩ কোটি ২৫ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৬২ শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ছিল ১৭৯ কোটি ৭৯ লাখ টাকা। তালিকার ষষ্ঠ স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের লেনদেন বেড়েছে ১২.৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে, বাজার মূল্য ১৩৭ কোটি ৩৬ লাখ টাকা। অর্থনৈতিক রিপোর্টার
×