ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি শিল্পে নতুন করে ভ্যাট আরোপ না করার অনুরোধ

প্রকাশিত: ০৪:০০, ২৬ মার্চ ২০১৭

পোল্ট্রি শিল্পে নতুন করে ভ্যাট আরোপ না করার অনুরোধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বাজেটে পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহারের আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে তারা পোল্ট্রি শিল্পে নতুন করে ভ্যাট আরোপ না করারও অনুরোধ জানান। একই সঙ্গে পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে ২০২৫ সাল পর্যন্ত কোন ধরনের শুল্ক আরোপ না করারও দাবি জানান তারা। আশির দশকে ছোট পরিসরে শুরু হওয়া পোল্ট্রি খাত এখন পরিণত শিল্প। দেশের মোট মাংসের চাহিদার ৪০ থেকে ৪৫ ভাগের জোগান আসে এ খাত থেকে। আর প্রতিদিন ডিম মেলে দুই থেকে সোয়া দুই কোটির মতো। তবে এ খাতে চ্যালেঞ্জও কম নয়। উদ্যোক্তাদের দাবি, মুরগির খাদ্যের কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর দিতে হওয়ায় এমনিতেই ক্ষতিগ্রস্ত এ শিল্প। এর ওপর নতুন করে ভ্যাট কার্যকর করা হলে সঙ্কট আরও বাড়বে। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দিয়েছে তারা। সেই সঙ্গে আগামী ২০২৫ সাল পর্যন্ত কোন ধরনের শুল্ক আরোপ না করারও আহ্বান উদ্যোক্তাদের। একই সঙ্গে শিল্পের ঝুঁকি কমাতে বীমা চালুর দাবি তাদের। ব্যবসায়ীরা বলছেন, সম্ভাবনাময় এই শিল্পের প্রতি সরকার আরও মনোযোগী হলে এখনকার চাইতেও কম দামে মাংস ও ডিমের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রফতানিও করা সম্ভব হবে। ব্রাজিলের ২১ কোম্পানির পোলট্রিপণ্য আমদানি স্থগিত করল ভিয়েতনাম অর্থনৈতিক রিপোর্টার ॥ ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের ২১টি রফতানি কোম্পানি থেকে মাংস, গবাদিপশু ও পোলট্রি পণ্য আমদানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এসব পণ্য রফতানি করার সময় অস্বাস্থ্যকর পদার্থ ব্যবহার করা হচ্ছে এমন সন্দেহ থেকে হ্যানয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় (এমএআরডি)। স্থানীয় নহান ডান (পিপল) সংবাদপত্র জানায়, মন্ত্রণালয় ব্রাজিল থেকে এর আগে আমদানি করা বিভিন্ন পণ্য কঠোরভাবে পর্যবেক্ষণ করতে প্রাণী স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দিয়েছে এবং আমদানি করা পণ্যের মধ্যে ওই ২১টি কোম্পানির কোন পণ্য পাওয়া গেলে তা জানাতে বলা হয়েছে। প্রাণী বিভাগ জানায়, ভিয়েতনামে প্রবেশের আগে ব্রাজিলের সকল মাংস পরীক্ষার জন্য বন্দরে আটক রাখা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর কেবল মানসম্পন্ন মাংস দেশের বাজারে বিক্রির অনুমতি দেয়া হয়। উল্লেখ্য, ভিয়েতনাম ২০১৭ সালের শুরু থেকে এখন পর্যন্ত ব্রাজিল থেকে প্রায় তিন টন মাংস ও মাংস জাতীয় পণ্য আমদানি করেছে। প্রিমিয়ার লিজিংয়ের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২৩ মার্চ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা, শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৯৫ টাকা এবং শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা। এ লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির এজিএম আগামী ২ মে সকাল ১১টায় স্পেক্ট্রা কনভেশন হল, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে।
×