ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোর ব্লগারের যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ মার্চ ২০১৭

কিশোর ব্লগারের যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়

সিঙ্গাপুরে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে বিরূপ সমালোচনার দায়ে দ-প্রাপ্ত কিশোর ব্লগার আমোস-ইকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ১৮ বছর বয়সী আমোস গত ডিসেম্বরে টুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এর আগে সে দেশের হোমল্যান্ড সিকিউরিটি তাকে শিকাগোর ও হেয়ার বিমানবন্দরে আটক করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে বিচারক স্যামুয়েল কোল তার প্রকাশিত ১৩ পৃষ্ঠার রায়ে এই অভিমত প্রকাশ করেন যে, সিঙ্গাপুরে আমোস-ই তার ধর্মীয় ও রাজনৈতিক বিরুদ্ধ মতের জন্য নিপীড়ন সহ্য করেছেন এবং সেদেশে ফেরৎ পাঠালে ভবিষ্যতে তাকে অনুরূপ নিপীড়নের সম্মুখীন হতে পারে বিধায় তাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় মঞ্জুর করা হলো। এই রায়ে আমোস-ইর আইনজীবী স্যান্ড্রো গ্রসম্যান সন্তোষ প্রকাশ করে বলেন, আমোসকে সোমবার নাগাদ মুক্তি দেয়া হতে পারে। স্যান্ড্রো বলেন, মুক্তকণ্ঠে কথা বলা একটি পবিত্র মৌলিক অধিকার যদিও তা আক্রমণাত্মক মনে হয়। আমোস সিঙ্গাপুরে থাকাকালে এক ভিডিও পোস্টে খ্রীস্টান ও ইসলাম ধর্মকে সমালোচনা করার দায়ে ২০১৬-এর সেপ্টেম্বরে ছয় সপ্তাহের কারাগারে দ-িত হয়। এর আগে ২০১৫-তে আমোস, সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় জননেতা লী কুয়ান ইউ-এর মৃত্যুর পর তাকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেন এবং সেজন্য তাকে চার সপ্তাহ কারাভোগ করতে হয়। এখানেই শেষ নয়, আমোস-ই, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ও লি কুয়ান ইউকে নিয়ে অরুচিকর কার্টুন পোস্ট করেন। -বিবিসি চীনে স্বর্ণখনিতে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের দুটি স্বর্ণখনিতে শুক্রবার পৃথক দুর্ঘটনায় ১০ জন মারা গেছে। শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। চীনের কমিউনিস্ট পার্টির নাগরিক কমিটির প্রেস অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০ টা ৩৬ মিনিটে লিংবাও নগরীতে চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কিনলিং স্বর্ণখনি ধোঁয়ায় ঢেকে গেছে। সেখানে ১২ শ্রমিক ও মালিকপক্ষের ছয় কর্মী আটকা পড়ে। খবর এএফপির। শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা খনি থেকে সাতটি লাশ উদ্ধার করে। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যায়। অপর নয়জন আশঙ্কামুক্ত রয়েছে। নগরীর জরুরী বিভাগের কর্মকর্তা জানান, শনিবার সকালে আটকেপড়া শ্রমিকদের একজন নিখোঁজ রয়েছে। কিন্তু খনির ভেতর বিষাক্ত কার্বন মনোক্সাইডের মাত্রা অনেক বেশি থাকায় এবং এক মিটারের কম দূরের জিনিসও দেখতে না পাওয়ায় তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। শনিবার প্রাদেশিক কর্মস্থান সুরক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাশের একটি স্বর্ণখনিতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর তিনটায় সেখানে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় খনির ভেতর ছয় শ্রমিক আটকাপড়ে। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে পাঁচটায় চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
×