ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারী সফটওয়্যার প্রকৌশলী ছেলেসহ খুন

প্রকাশিত: ০৩:৫৫, ২৬ মার্চ ২০১৭

যুক্তরাষ্ট্রে ভারতীয় নারী সফটওয়্যার প্রকৌশলী ছেলেসহ খুন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে সাত বছরের এক ছেলেসহ ভারতীয় এক নারী সফটওয়্যার প্রকৌশলী খুন হয়েছেন। বৃহস্পতিবার নিউজার্সির নিজ বাড়িতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। খবর এনডিটিভির। ৩৮ বছর বয়সী এন শশিকলা ও তার সন্তানকে বহুবার ছুরিকাঘাত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। নৃশংস এই হত্যাকা-ের ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ নয় বলে মনে করছেন তারা। নিহত শশিকলার স্বামী এন হনুমান্থা রাও পুলিশকে জানিয়েছেন, রাত ৯টায় কর্মস্থল থেকে বাসায় ফিরে নিজ স্ত্রী ও সন্তানের মৃতদেহ দেখতে পান তিনি। ভারতীয়-মার্কিন কমিউনিটির নেতা প্রাসাদ থোটাকুরা জানিয়েছেন, রাও অভিযোগ করেছেন বাসায় ফিরে তিনি স্ত্রী ও সন্তানকে ‘রক্তের মাঝে গড়াগড়ি খাওয়া অবস্থায়’ পড়ে থাকতে দেখেন এবং তাদের গলা কাঁটা ছিল। কিন্তু ভারতে শশিকলার মা কৃষ্ণা কুমারি বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, আমাদের সন্দেহ, সেখানে আমার জামাতার সঙ্গে অন্য এক নারীর সম্পর্কের জেরে তাদের হত্যা করা হয়েছে। নিহত শশিকলা ও তার স্বামী রাও উভয়েই সফটওয়্যার প্রকৌশলী। ভারতের অন্ধ্রপ্রদেশের এই দম্পতি ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। শশিকলা বাসা থেকেই কাজ করতেন এবং বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে সন্তানকে নিয়ে বাসায় ফিরেছিলেন বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে ঘৃণাজনিত অপরাধের কোন সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্লিংটন কাউন্টির কৌঁসুলির দফতর। শুক্রবার ভারতীয় পার্লামেন্টে এ হত্যাকা-ের ঘটনাটি আলোচিত হয় এবং পার্লামেন্ট সদস্যরা মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে ঘৃণাজনিত হামলায় দুই ভারতীয় নিহত হওয়ার পর এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ প্রেক্ষিতে জোটের কূটনীতিকরা বৈঠকের তারিখ নির্ধারণে কাজ করে যাচ্ছেন বলে শুক্রবার কর্মকর্তারা জানান। খবর এএফপির। ব্রাসেলসে ন্যাটোর এক কর্মকর্তা বলেন, আগামী ৩১ মার্চ ন্যাটোর এ বৈঠক অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে জোটের মধ্যে আলোচনা চলছে। আগামী ৫ এপ্রিল ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তারিখ নির্ধারিত থাকলেও টিলারসন তাতে যোগ দিতে পারবেন না- এমন কথা জানানোয় মঙ্গলবার এ নিয়ে জটিলতা তৈরি হয়। মার্কিন কর্মকর্তারা এখন বলছেন, টিলারসন আগামী সপ্তাহে শুক্রবার ব্রাসেলসে যাবেন। পূর্বপরিকল্পিত এ বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টনার বলেন, পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ন্যাটো বৈঠকে যোগ দিতে ব্রাসেলস যাচ্ছেন।
×