ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণহত্যা দিবসে দেশব্যাপী জাসদের কর্মসূচী

প্রকাশিত: ০১:৩১, ২৫ মার্চ ২০১৭

গণহত্যা দিবসে দেশব্যাপী জাসদের কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ এর গণহত্যার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ শনিবার দেশব্যাপী ‘গণহত্যা দিবস’ পালন করেছে। জাসদের কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৬ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। সকাল ১০ টায় মিরপুর জল্লাদখানা বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও বিকাল ৫ টায় ১৯৭১ এর ২৫ মার্চের কালোরাতে পাকহানাদার বাহিনীর প্রথম আক্রমণস্থল ও গণহত্যার স্থল পলাশীস্থ তৎকালীন রেল লাইনের সংলগ্ন বস্তির স্থলে সমাবেশ এবং সন্ধ্যা সাড়ে ছয় টায় মোমবাতি প্রজ্জ্বলন। পলাশীর সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদ স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, শফি উদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, মীর্জা মোঃ আনোয়ারুল হক, উম্মে হাসান ঝলমল, সাজ্জাদ হোসেন, এড. মুহিবুর রহমান মিহির, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ। সমাবেশে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর আত্মসমর্পনের আগ মূহুর্ত পর্যন্ত পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার-আলবদর-আলশামস্ বাহিনী প্রতিদিন নির্বিচারে বাঙালিদের হত্যা করেছে। তিনি বলেন, ৯ মাসে ৩০ লক্ষ বাঙালিকে হত্যা বিশ্বের জঘন্যতম সব গণহত্যাকেও হার মানিয়েছে। তিনি গণহত্যাকারীদের বিচারের সম্মুখীন ও শাস্তি প্রদান এবং গণহত্যার শিকার শহীদদের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় সম্মান দেয়ার দাবি জানান।
×