ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ২৩:৩১, ২৫ মার্চ ২০১৭

দেশের বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালিত

আমতলী: শনিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচি পালন করেছে। সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে স্কুল , কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, এনজিও এবং সংবাদকর্মীদের অংশ গ্রহনে বিশাল র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৭১এর ২৫ মার্চ পাকহাদার বাহিনীর অপারেশ সার্চলাইট নামে বাঙালী নিধনের প্রেক্ষাপট তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান জিএম ওসমানি হাসান, হোসানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউনুছ, আমতলী প্রেসক্লাবের সভাপতি সাহাবুদ্দিন পান্না ও শিক্ষক নিয়াজ মোর্শ্বেদ প্রমুখ। রায়পুর: লক্ষ্মীপুরে রায়পুরের ২৫মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৫মার্চ) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসমাইল খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উন্মে হানি, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কামাল হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম সুধাশ চন্দ্র রক্ষিত, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন পাটওয়ারী, সিনিয়র মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ প্রমুখ। কালকিনি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা আ’লীগ ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শনিবার সকালে মিছিল, মিলাদ-মাহফিল এবং আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটিকে পালন করা হয়েছে। স্থানীয় আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, যুদ্ধকালীন কমান্ডার আবদুর রহিম, ইউনিয়ন কমান্ডার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা ইদ্রিশ আলী, মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, আ’লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন, পৌর আ’লীগের সভাপতি আবুল বাশার ও আ’লীগ নেতা সরদার মোঃ লোকমান হোসেন প্রমুখ। মির্জাপুর: ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মির্জাপুরে মুক্তিযোদ্ধারা মিছিল ও সমাবেশ করেছে। মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার সকালে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সদরের কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে থেকে মুক্তিযোদ্ধারা ব্যানার ও কালো ব্যাচ ধারন করে মির্জাপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, সাবেক কমান্ডার সরকার হিতেস চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, তৌফিকুর রহমান তালুকদার রজীব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ। নাটোর: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও নিরবতা পালন সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা। পরে এক মিনিট নিরবতা পালন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ভোলা: ভোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ভয়াল গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আমাদের মহান মুক্তিযুদ্ধে গনহত্যা শীর্ষক সেমিনার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পরিষদ চত্বরে আয়োজিত গণহত্যা দিবসের সেমিনারে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, সদর উপজেল পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। নেত্রকোনা: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শনিবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেনঃ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অধ্যাপক ভজন সরকার, এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, মাজাহারুল ইসলাম, সাবেক ভিপি গাজী মোজাম্মেল হোসেন টুকু, শামসুর রহমান লিটন (ভিপি লিটন), মারুফ হাসান অভ্র, দেওয়ান জনি প্রমুখ। হবিগঞ্জ: আন্তজার্তিক স্বীকৃতি আদায় ও পাকিবাহিনীর বিচারের দাবী জানিয়ে শনিবার দুপুরে হবিগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা। জেলা প্রশাসন আয়োজিত সংশ্লিস্ট কার্যালয় সভা কক্ষে এডিসি (জেনারেল) মোঃ এমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, আওয়ামীলীগ নেতা ও প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, এএসপি (মিডিয়া) মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ। গাইবান্ধা: ২৫ মার্চ গণ হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথির উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির ও দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম প্রমুখ।
×