ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় জোট গঠনে জাপার প্রেসিডিয়াম সভা আজ

প্রকাশিত: ০৮:৩২, ২৫ মার্চ ২০১৭

তৃতীয় জোট গঠনে জাপার প্রেসিডিয়াম সভা আজ

স্টাফ রিপোর্টার ॥ ১৪ দলীয় জোটের বাইরে ২০ দলীয় ঐক্যজোট গঠন করতে যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ। প্রাথমিকভাবে এই জোটে ৪২ দল যুক্ত হবার কথা থাকলেও দলগুলোকে আপাতত সরাসরি এই জোটে রাখা হচ্ছে না। সেক্ষেত্রে জোটের পরিধি আরও কম হবে এই জোটের রূপরেখা ও আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণ ঠিক করতেই আজ শনিবার দলের সর্ব্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সভা ডেকেছেন দলটির চেয়ারম্যান এরশাদ। এ প্রসঙ্গে ঐক্যজোটের সমন্বয়কারী সুনীল শুভ রায় বলেন, আমরা জোট গঠনের ঘোষণা দেয়ার পর ৪২ দল আমাদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এত দল নিয়ে একটি জোট এবং ছোট ছোট কয়েকটি দল নিজেদের মধ্যে জোট করবে। যেমন কয়েকটি ইসলামী দল একত্রিত হয়ে একটি জোট ঘোষণা করবে। এরকম কয়েকটি জোট নিয়েই আত্মপ্রকাশ ঘটবে জাতীয় ঐক্যজোটের। সম্ভাব্য এ জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একমাস ধরে জোটের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দলের চেয়ারম্যান এরশাদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং জোটের সমন্বয়কারী সুনীল শুভ রায়। আব্দুল লফিত নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট, মাওলানা আব্দুল মান্নানের ইসলামী ফ্রন্টসহ কয়েকটি নিবন্ধিত দলও এসব বৈঠকে অংশ নেয়।
×