ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা

প্রকাশিত: ০৮:২৪, ২৫ মার্চ ২০১৭

বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে পৃথক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতি পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিতবোধ করছি। বিগত চার দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার। আমি দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করছি। এই বিশেষ দিবসে আমি আবারও আপনাকে এবং বাংলাদেশের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্্যাপন উপলক্ষে শুভেচ্ছা জানাই। আমি আপনার দেশের এই মহান ঐতিহ্য উদ্্যাপনে আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। বিগত চার দশক ধরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী এবং গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের রয়েছে একই মূল্যবোধ, এবং রয়েছে নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার। আমি আমাদের দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি অব্যাহত থাকার আশা প্রকাশ করি। এই গুরুত্বপূর্ণ দিবসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
×