ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক স্বামীর দাবি

পরিকল্পিতভাবে আরিফাকে হত্যা করিনি

প্রকাশিত: ০৮:১৯, ২৫ মার্চ ২০১৭

পরিকল্পিতভাবে আরিফাকে হত্যা করিনি

স্টাফ রিপোর্টার ॥ আবার একসঙ্গে বসবাসে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী আরিফার আনা ছুরিই তার গায়ে লাগে। এতেই আরিফা মাটিতে লুটিয়ে পড়ে। ভয়ে সেখান থেকে পালিয়ে যাই। শুক্রবার সকালে গ্রেফতারের পর নিহতের সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দাবি করেন। আটক রবিন জানায়, স্ত্রী আরিফাকে ‘পরিকল্পিতভাবে হত্যা করিনি’। রবিনকে উদ্ধৃত করে শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ তথ্য জানান। হত্যাকাণ্ডের আট দিন পর শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল টাঙ্গাইলের ধনবাড়ী থকে রবিনকে গ্রেফতার করে। গত ১৬ মার্চ রাজধানীর সেন্ট্রল রোডে বাড়ির সামনেই ছুরিকাঘাতে খুন হন ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা।
×