ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৬ লাখের বেশি এ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

প্রকাশিত: ০৬:২২, ২৫ মার্চ ২০১৭

৬ লাখের বেশি এ্যাকাউন্ট  বন্ধ করল টুইটার

উগ্রবাদ মোকাবেলায় ৬ লাখের বেশি এ্যাকাউন্ট বন্ধ করেছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ২১ মার্চ মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে টুইটার জানিয়েছে, ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ৬ লাখ ৩৬ হাজারের বেশি এ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ। এর মধ্যে ২০১৬ সালের শেষ ছয় মাসে বন্ধ করা হয়েছে ৩ লাখ ৭৬ হাজারের বেশি এ্যাকাউন্ট। যেসব এ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেই সব এ্যাকাউন্ট উগ্রবাদীতার সঙ্গে জড়িত। টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আপত্তিকর টুইটগুলো সরিয়ে ফেলতেও ব্যবস্থা নেয়া হচ্ছে।
×