ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিসিতে খেলা যাবে পিএস৪ গেম

প্রকাশিত: ০৬:২২, ২৫ মার্চ ২০১৭

পিসিতে খেলা যাবে পিএস৪ গেম

এক ব্লগে প্লেস্টেশন নাও স্ট্রিমিং সেবার এক বর্ধিত অংশে এই সেবা দেয়া হবে বলে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়। কিন্তু কবে থেকে গেমগুলো পিসির জন্য পাওয়া যাবে তা নিয়ে কোন তারিখ দেয়া হয়নি বলে জানিয়েছে বিবিসি। ‘সামনের কয়েক সপ্তাহের’ মধ্যেই অল্পসংখ্যক কিছু গেম নিয়ে পরীক্ষা চালানো শুরু“হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। আগের পিএস৩ গেম থেকে শুরু করে পিএস৪ কনসোল আর পিসি গেম, সবকিছুর জন্য অনেকে এখন প্লেস্টেশন নাও ব্যবহার করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সনির এক মুখপাত্র ব্রায়ান ডান ওই ব্লগে জানান, প্লেস্টেশন নাও-এর একটি স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশনে পিএস৪ গেমগুলোও রাখা হবে। যুক্তরাজ্যে এ সাবস্ক্রিপশনের জন্য খরচ হবে ১২.৯৯ পাউন্ড আর যুক্তরাষ্ট্রে ১৯.৯৯ ডলার। স্ট্রিমিং সেবায় কোন্ গেমগুলো আগে আনা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ডান। বর্তমানে সনির এই সেবার মাধ্যমে ৪৮৩টি পুরনো প্লেস্টেশন গেম এ্যাকসেস করা যাচ্ছে। এই সেবা ব্যবহারে ন্যূনতম ৫ এমবিপিএস গতির ব্রডব্যান্ড রাখার পরামর্শ দিয়েছে সনি। কিছুসংখ্যক সক্রিয় গ্রাহককে শীঘ্রই পরীক্ষামূলকভাবে এই গেমগুলো খেলতে আমন্ত্রণ পাঠানো হবে বলে জানান ডান। -আইটি ডটকম ডেস্ক
×