ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পার্থক্য গড়ে দিয়েছে নেইমার

প্রকাশিত: ০৬:১১, ২৫ মার্চ ২০১৭

পার্থক্য গড়ে দিয়েছে নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমার সবখানেই অপ্রতিরোধ্য। কি ক্লাব, কি জাতীয় দল। শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে আরেকবার এ প্রমাণ রেখেছেন সময়ের সেরা তারকা। নিজে গোল করার পাাশাপাশি খেলিয়েছেন পুরো দলকে। যে কারণে প্রতিপক্ষের প্রশংসায়ও সিক্ত হচ্ছেন ২৫ বছর বয়সী নেইমার। উরুগুয়ে অধিনায়ক দিয়াগো গডিন তো নেইমারের প্রশাংসায় পঞ্চমুখ। তার মতে, নেইমারই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। উরুগুয়ের মাঠে গিয়ে জয় পাওয়া সহজ নয়। পরিসংখ্যান বলছে এমনটাই। ২০০৯ সালের পর থেকে বিশ্বকাপের বাছাইপর্বে ১৪ ম্যাচ খেলে অপরাজিত ছিল। সেই অজেয় ধারা ভেঙ্গেছে ব্রাজিল। শুরুতে পিছিয়ে পড়া ব্রাজিলের দুর্দান্ত প্রত্যাবর্তনের কারিগর নেইমার। তবে গোলসংখ্যায় নেইমারের চেয়ে এগিয়ে পাউলিনহো। সাবেক টটেনহ্যাম হটস্পার্স মিডফিল্ডার করেছেন হ্যাটট্রিক। আর নেইমার করেছেন একটি গোল। সব মিলিয়ে উরুগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে অবশ্য পাউলিনহোর চেয়ে নেইমারের প্রশংসাই বেশি হচ্ছে। গডিন তো আরও একধাপ এগিয়ে। উরুগুয়ে অধিনায়ক বলেন, এটা সত্য যে নেইমারই পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের মধ্যে। এটা কোন বিষয় যে, নেইমারের জন্য একজন কিংবা দুজন খেলোয়াড় প্রহরায় রাখেন। সে পার্থক্য গড়ে দেবেই। ক্লাব ফুটবলে নেইমার খেলেন বার্সিলোনায়, গডিনের দল এ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলে দু’জন মুখোমুখি হন হরহামেশাই। সেই অভিজ্ঞতা থেকে গডিন বলেন, পার্থক্য গড়ে দেয়ার কাজটা নেইমার প্রায় প্রতি ম্যাচেই করে থাকে। বার্সিলোনায়ও এমনটা করছে। তাকে আটকাতে কোন কৌশলই যেন কাজে আসে না। এদিকে এক খবরে নিশ্চিতভাবেই ভিরমি খাবেন লিওনেল মেসি। মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে গেছে তার নাম। আর্জেন্টাইন এই তারকা যে নিজে এর সঙ্গে কোনমতেই যুক্ত নন, তা বলাই বাহুল্য। কিন্তু তার ছবিতে মুড়ে বিপুল পরিমাণ কোকেন পাচার করার চেষ্টা চালিয়েছে মাদক চোরাচালানকারীরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পেরুতে। দক্ষিণ আমেরিকার দেশটি থেকে প্রায় দেড় হাজার কেজি কোকেন পাচারের চেষ্টা চলছিল বেলজিয়ামে। পুলিশকে ফাঁকি দেয়ার জন্য এই বিপুল পরিমাণ মাদক প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়েছিল মেসির ছবি। কোকেনের সব প্যাকেটের ওপরেই ছিল এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের হাস্যোজ্জ্বল মুখ। শুধু তাই না, ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সিলোনার লোগোও ছিল প্যাকেটগুলোতে। এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন পেরুর আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। বিপুল পরিমাণ এই কোকেনের বাজারমূল্যও চোখ কপালে তুলে দেয়ার মতো। ৯১ মিলিয়ন ডলার।
×