ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিরছেন সালমান বাট!

প্রকাশিত: ০৬:১১, ২৫ মার্চ ২০১৭

ফিরছেন সালমান  বাট!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ প্রায় সাত বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সালমান বাট। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের সঙ্গে কলঙ্কিত স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সে সময়ের অধিনায়ক বাট। প্রতিভাবান পেসার আমির এরই মধ্যে দলে ফিরেছেন, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করায় এবার ৩২ বছর বয়সী বাটের প্রত্যাবর্তন হতে পারে। সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘পিসিবি সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল নিয়ে কোচ মিকি আর্থারের সঙ্গে প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের আলোচনায় বাটের নামটি খুব করে এসেছে।’ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অনুশীলন ক্যাম্পে বাটের ডাক পাওয়াটা প্রায় নিশ্চিত বলেই দাবি ওই সূত্রের। ২৬ মার্চ প্রথম টি২০ দিয়ে শুরু হওয়া সফরে পাকিস্তান চার টি২০, তিন ওয়ানডে সবশেষে তিন টেস্টের সিরিজ খেলবে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে চমৎকার পরর্ফম করা বাটকে টেস্টের জন্য বিবেচনা করা হতে পারে। কারণ ক্যারিয়ার সয়াহ্নে থাকা দুই সিনিয়র সদস্য মিসবাহ-উল হক ও ইউনুস খান যে কোন সময় অবসর নিতে পারেন। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত দেশের হয়ে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪টি টি২০ ম্যাচ খেলেছেন বাট।
×