ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যে কোন সময় ড্রাগ টেস্টে রাজি ফারাহ

প্রকাশিত: ০৬:০৯, ২৫ মার্চ ২০১৭

যে কোন সময় ড্রাগ  টেস্টে রাজি ফারাহ

স্পোর্টস রিপোর্টার ॥ দুইবার ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছেন সোমালীয় বংশোদ্ভূত ব্রিটিশ দৌড়বিদ মো ফারাহ। ৫ ও ১০ হাজার মিটারে তিনিই বর্তমানে বিশ্বসেরা। অবশ্য এ বছর অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপস দিয়ে তার ক্যারিয়ারে ইতি টানবেন ফারাহ। সেজন্য বিশ্বের যে কোন প্রান্তে যে কোন সময় ড্রাগ টেস্টে অবতীর্ণ হতে প্রস্তুত তিনি এমনটাই জানিয়েছেন। গতবছর রিও অলিম্পিকের আগে সারাবিশ্ব তোলপাড় হয়েছে এ্যাথলেটদের ড্রাগ পাপ নিয়ে। বিশেষ করে রাশিয়ান এ্যাথলেটদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক হারে ড্রাগ পাপে জড়িয়ে পড়ার বিষয়টি উন্মোচিত হয়। রিও অলিম্পিকে এ কারণে অংশ নিতে পারেননি রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটরা। এছাড়াও এ অলিম্পিকে বিশ্বের অনেক এ্যাথলেটই অংশ নিতে ব্যর্থ হন। এখন পর্যন্ত ড্রাগের বিরুদ্ধে সোচ্চার আছে আন্তর্জাতিক এ্যাথলেটিক্স ফেডারেশনের এ্যাসোসিয়েশন (আইএএএফ)।
×