ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজই ওয়ানডে স্বপ্ন পূরণ হচ্ছে মিরাজের?

প্রকাশিত: ০৬:০৯, ২৫ মার্চ ২০১৭

আজই ওয়ানডে স্বপ্ন পূরণ হচ্ছে মিরাজের?

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বোয় ঐতিহাসিক শততম টেস্টে জয়ের পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ তিন ম্যাচের প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট শেষে মেহেদী হাসান মিরাজকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছিল। ঘরের মাটিতে ইমার্জিং কাপের স্কোয়াডেও ছিলেন; বলেছিলেন, যেখানেই পান সুযোগটা কাজে লাগিয়ে এবার রঙিন পোশাকের ক্রিকেটেও সুযোগ করে নিতে চান। কিন্তু সেটা যে এত দ্রুত ঘটবে, মিরাজ নিজেও হয়ত ভাবেননি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদনি নান্নু জানিয়েছেন, প্রতিপক্ষ লঙ্কান দলে একাধিক বাঁহাতি ব্যাটসম্যানের বিষয়টি মথায় রেখেই ১৯ বছর বয়সী আলোচিত ডানহাতি অফস্পিনিং-অলরাউন্ডারকে নেয়া হয়েছে। কন্ডিশন ও কম্বিনেশন দাবি করলে ডাম্বুলায় প্রথম ওয়ানডে দিয়ে আজই স্বপ্নের রঙিন পোশাক গায়ে চড়াতে পারেন ইতোমধ্যে টেস্ট ক্রিকেটে আলোচনায় উঠে আসা প্রতিভাবান এই ক্রিকেটার। ওয়ানডে দলে মিরাজের আকস্মিক অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল বলেন, ‘শ্রীলঙ্কার ওয়ানডে দলে পাঁচ বাঁহাতি ব্যাটসম্যান আছে। একজন বিশেষজ্ঞ অফস্পিনারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের চাহিদা অনুযায়ী মিরাজকে দলে নেয়া হয়েছে।’ তাতে ইমার্জিং কাপের দল যে কিছুটা দুর্বল হয়েছে সেটিও স্বীকার করেন তিনি, ‘একটু দুর্বল তো হয়েছেই। তবে জাতীয় দলের প্রয়োজনীয়তা আমাদের আগে দেখতে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের অফস্পিনের কার্যকারিতা প্রমাণিত। দুই টেস্টের সিরিজে স্বাগতিক তারকা রঙ্গনা হেরাথের পর দ্বিতীয় সর্বাধিক ১০ উইকেট তারই। সেরা ৪/১১৩। অক্টোবরে ঘরের মাটিতে ইংল্যান্ডকে নাড়িয়ে দেয়া সিরিজের নায়ক মিরাজ। সর্বাধিক ১৯ উইকেট নিয়ে অভিষেকেই হয়েছিলেন সিরিজসেরা। মিরপুরে দ্বিতীয় টেস্টে তার হাত ধরেই স্মরণীয় জয় পেয়েছিল মুশফিকুর রহীমের দল। সেই থেকে অনেকটা যেন অলিখিতভাবে টেস্টের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন। তবে মিরাজ কিন্তু জাত ওয়ানডে ক্রিকেটার। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ দিয়ে আলোচনায়। ৫০ ওভার ক্রিকেটের এই টুর্নামেন্টে তাকে দেখা গেছে দুর্দান্ত এক অলরাউন্ডার হিসেবে। ব্যাটিং-বোলিং-নেতৃত্ব, তিন ভূমিকাতেই আলো ছড়িয়েছেন, যদিও আন্তর্জাতিক অভিষেক টেস্ট দিয়ে। এ পর্যন্ত ৭ টেস্টে ৩৫ উইকেট নিয়ে এরই মধ্যে তিনি পরিচিতি পেয়েছেন দুর্দান্ত এক অফ স্পিনার হিসেবে। এবার মিরাজের ওয়ানডে রাঙানোর পালা। টেস্ট শেষে দেশে ফেরার পরই রঙিন পোশাকে খেলার ইচ্ছার কথা জানিয়ে বলেছিলেন, ‘অনেক দিন হলো ওয়ানডে খেলি না। ইমার্জিং কাপ ও ঢাকা লীগ খেলার জন্য অপেক্ষা করছি। এখানে ভাল করে ওয়ানডে দলে ফিরতে চাই। জাতীয় দলের হয়ে রঙিন পোশাকে খেলার ইচ্ছাটা আমার অনেক দিনের।’ টেস্টে বল হাতে আলো ছড়াচ্ছেন। ব্যাটিংয়েও ভাল করে একজন কার্যকর অলরাউন্ডার হিসেবেই দেশের হয়ে সব ফরমেটে অবদান রাখতে চান মিরাজ, ‘ইংল্যান্ড টেস্ট সিরিজে ব্যাট হাতে রান পাইনি। একটু চিন্তায় ছিলাম। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছি। শ্রীলঙ্কার বিপক্ষেও রান এসেছে। বড় ইনিংস খেলতে পারিনি ঠিকই, কিন্তু এখন আমি অনেক আত্মবিশ্বসী। যেখানেই সুযোগ পাই দেশের জন্য কিছু করতে চাই।’ ২৭টি লিস্ট-এ (পঞ্চাশ ওভারের) ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৮১ রান। ডানহাতি অফস্পিনে নিয়েছেন ২৭ উইকেট।
×