ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মতবিনিময় অনুষ্ঠানে ভিসি কামরুল

বিএসএমএমইউতে স্বল্প খরচে উন্নত চিকিৎসা মিলছে

প্রকাশিত: ০৬:০৬, ২৫ মার্চ ২০১৭

বিএসএমএমইউতে স্বল্প খরচে উন্নত চিকিৎসা মিলছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিক্যাল উচ্চশিক্ষা, গবেষণা ও মেডিক্যাল চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববদ্যিালয়। এই প্রতিষ্ঠানে চালু হতে যাচ্ছে জরুরী বিভাগ ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন কার্যক্রম। শুরু হয়েছে সেন্টার অব এক্সিলেন্স-এর তৃতীয় পর্যায়ের কাজ। রোগীদের প্রয়োজনে সি ব্লকে আরও ১৭ শয্যাবিশিষ্ট আইসিইউ ও এইচডিইউ চালু হতে যাচ্ছে। চলছে শিশুদের জন্য আইসিইউ এবং পৃথক ডে কেয়ার সেন্টার স্থাপনের কাজ। মাস্টার প্ল্যান তৈরি করা এবং একটি ওয়ান পয়েন্ট চেক আপ সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ উচ্চ শিক্ষা ও গবেষণায় সাফল্যের কারণে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে এই বিশ্ববিদ্যালয়। গত বছর স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত জরিপে দেশে ৫ম এবং বিশ্বে ৬৪০তম অবস্থানে স্থান পায় দেশের একমাত্র এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রতিদিন সকালের বহির্বিভাগে ও বৈকালিক স্পেশাল আউটডোরে ৫ হাজার রোগী সেবা নিচ্ছেন। প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইউনিট, দেশের চিকিৎসকদের বিশেষায়িত বিভিন্ন সংগঠন চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত সিএমই, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, লাইভ ওয়ার্কশপ ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে। গড়ে প্রতি বছর সেবা নিচ্ছে প্রায় ১২ লাখ রোগী। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এসব কথা বলেন। সাংবাদিক রফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক প্রমুখ। উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। প্রায় দু’হাজার শয্যাবিশিষ্ট এ বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৫ হাজারের বেশি রোগী সেবা গ্রহণ করেন। বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর তুলনায় চার থেকে পাঁচগুণ কম ডায়াগনোসিস ফি নেয়া হয়। রোগী ভর্তি, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফিসহ সকল আর্থিক বিষয় লেনদেন হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে। তাই এ ক্ষেত্রে রোগীদের হয়রানির শিকার হতে হয় না। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সব কাজ সম্পন্ন হয়ে থাকে। আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিক্যাল উচ্চ শিক্ষা, গবেষণা ও মেডিক্যাল চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, দেশের একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ এখন রোগীদের আশা-ভরসার কেন্দ্রস্থল। জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবায় শ্রেষ্ঠতম নাম। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এখন দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। চিকিৎসাসেবার পাশাপাশি উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণাও এখন এক অনন্য নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ৯০টিরও বেশি উচ্চতর মেডিক্যাল শিক্ষা বিষয়ক কোর্স এ বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে। অধিভুক্ত কলেজের সংখ্যা ৪২টি। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে ৭টি অনুষদ ও ৫৩টি বিভাগ। জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়, ভারতের এইমসসহ বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গেও অত্র বিশ্ববিদ্যালয়ের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের ও সংস্থার অংশীদারী গবেষণার চুক্তি রয়েছে। তারমধ্যে নাগোয়া বিশ্ববিদ্যালয়, এইমস ছাড়াও রয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, মাহিদোল বিশ্ববিদ্যালয়, রক ফেলার ফাউন্ডেশন, ইউনিসেফ, আইসিডিডিআর’বি, ইএসএইড, সেভ দি চিলড্রেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
×