ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ২৫ মার্চ ২০১৭

ঈশ্বরদীতে সন্ত্রাসী হামলায় যুবলীগ  নেতা নিহত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাকশীর নতুন রূপপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও থানা কমিটির সদস্য শাহজাহান আলী (৪৫) নিহত হয়েছেন। নিহত শাহজান আলী ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর প্্ুত্র। এসময় গুরুতর আহত হয়েছেন ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম এবং আওয়ামী লীগকর্মী আবুল হোসেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর স্কুল গেটের এলাকায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনার জের ধরে গভীর রাতে হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ও ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ফেব্রুয়ারির ২৫ তারিখে প্রতিপক্ষ বিএনপির ছাত্রদলের আমেরিকা প্রবাসী তানভীর হোসেন সুমনের ক্যাডারবাহিনী নবী গ্রুপের হামলায় নিহত শাহজাহানের ভাই জালাল আহত হয়। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে শাহজাহান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। নিহতের পরিবার আরও জানায়, মামলার অন্যতম আসামি সন্ত্রাসী নয়ন বৃহস্পতিবার হাজত হতে জামিন নিয়ে এসেই মামলার বাদী শাহজাহানের ওপর আক্রমণ করে। আক্রমণের সময় শাহজাহান একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় নয়নের সঙ্গী নান্নু তাকে একটু দূরে ডেকে নিয়ে গেলে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালায়। শাহজাহানের চিৎকারে আওয়ামী লীগ কর্মী আবুল হোসেন ও ৬ নং ওর্য়াড যুবলীগ সভাপতি আশরাফুল এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যান। আহত আবুল হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়লে রাত আড়াইটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও যুবলীগ কর্মীরা হামলাকারীদের নেতা আমেরিকা প্রবাসী তানভীর হোসেন সুমনের ডিশ লাইনের অফিস, তার চাচাতো ভাই সুজাউদ্দৌলা সুজার বাড়িতে অগ্নিসংযোগ করে। এবং তানভীর হোসেন সুমনের বাড়ি ও অপর চাচাতো ভাই শামীমূল হক বিপ্লবের বাড়িঘর ভাংচুর করে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও সুমনের অফিসের মেশিনপত্র ভাংচুর হয়। দমকল বাহিনী রাতেই আগুন নিয়ন্ত্রণ করে।
×