ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

প্রকাশিত: ০৫:৩৪, ২৫ মার্চ ২০১৭

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট জিতেছে। এবার ওয়ানডে সিরিজের লড়াই শুরু। আজ ডাম্বুলায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে সফরকারী বাংলাদেশ। রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে দিবরাত্রির এ ওয়ানডে। প্রথম ওয়ানডে তো বটেই, সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে লঙ্কানদের বিপক্ষে মিশনে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। এমন প্রত্যয়ের কথাই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এ সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ র‌্যাঙ্কিংয়ে ভাল অবস্থান অটুট রাখতে। তাই দারুণ টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও ভাল ফলাফল আনতে চায় মাশরাফি বিন মর্তুজার দল। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৭ নম্বরে আছে বাংলাদেশ দল। রেটিং ৯১। ২ পয়েন্টে পিছিয়ে পাকিস্তান ৮৯ রেটিং নিয়ে আটে। বাংলাদেশ দল ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে শ্রীলঙ্কার সঙ্গে রেটিং সমান হয়ে যাবে। লঙ্কানরা বর্তমানে ৯৮ রেটিং নিয়ে ছয়ে অবস্থান করছে। তবে হোয়াইটওয়াশ হলে ৯৬ রেটিং হবে তাদের। তবে ন্যূনতম পয়েন্টে এগিয়ে থাকায় ছয়ে উঠবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে অনেকখানি নিরাপদ অবস্থানে চলে যাবে মাশরাফির দল। কিন্তু একই ব্যবধানে হেরে গেলে উল্টো রেটিং কমে ৮৮ হবে এবং আট নম্বরে নেমে যাবে বাংলাদেশ। ৮৯ রেটিং নিয়ে পাকরা উঠে আসবে সাতে। আর ওয়েস্ট ইন্ডিজ ৮৪ রেটিং নিয়ে তখন বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। তবে সিরিজের ফলাফল ২-১ হলে তেমন কোন উন্নতি-অবনতি হবে না দু’দলেরই। কিন্তু এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। এর আগে পরস্পর ৬ সিরিজ খেলেছে। যার মধ্যে একটি সিরিজ ড্র করতে পারলেও ৫ সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার সুযোগটা বেশিই দেখছে বাংলাদেশ। যদিও সর্বশেষ ৫ ওয়ানডের সবগুলোতেই জিতেছে লঙ্কানরা। কিন্তু বর্তমান দলটি নতুন করে গড়ে ওঠা। নেতৃত্বেও আছে নতুনত্ব। ওপেনার উপুল থারাঙ্গার নেতৃত্বে খেলবে দল। নেই নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। এ কারণেই লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এ বিষয়ে দলের ম্যানেজার সুজন বলেন, ‘আমরা আসলে সিরিজটা জিততে চাই। সিরিজটি জিততে আমাদের যা যা করার দরকার তাই করব।’ শ্রীলঙ্কা যেখানে অভিজ্ঞতায় পিছিয়ে গেছে, বাংলাদেশ উল্টো অভিজ্ঞ হয়ে উঠেছে। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক-রিয়াদের সঙ্গে মুস্তাফিজ-তাসকিন-শুভাশিষ মিলে দারুণ ভারসাম্য এখন দলে। এছাড়া তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার ও সাব্বির রহমান আছেন ফর্মে। আর শততম টেস্ট জয়ের পর পুরো দল উজ্জীবিত। অনুশীলন ম্যাচেও ব্যাটসম্যানরা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ডাম্বুলায় ম্যাচ খেলতে বৃহস্পতিবার এসেছে বাংলাদেশ দল। হোটেলে উঠার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েই জিম এবং সুইমিং করে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। কোন ক্লান্তি নেই তাদের চেহারায়। শততম টেস্ট জয়, প্রস্তুতি ম্যাচে ভাল খেলা-সবকিছু মিলিয়ে ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশকেই পাওয়া যাচ্ছে। সুজন নিজেও আত্মবিশ্বাসী, ‘দল দারুণ অবস্থায় আছে। তারা খুব উৎফুল্ল। টেস্ট জয়ের আনন্দ আর এখন নেই। কিভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে জিতব, সেটাই এখন বড় চিন্তা সবার।’ শুক্রবার বাংলাদেশ দল একদিনই সুযোগ পেয়েছে ডাম্বুলায় অনুশীলনের। কারণ বুধবার প্রস্তুতি ম্যাচ খেলে বৃহস্পতিবার এখানে আসে ৪ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে। কিন্তু এই মাঠ সম্পর্কে বেশ ভাল ধারণা আছে প্রধান কোচ চান্দ্রিকা হাতুরাসিংহে ও ব্যাটিং কোচ থিলন সামারাবীরা। তাদের কাছ থেকেই এখন ক্রিকেটাররা টিপস নিয়ে সেভাবেই মোকাবেলায় নামবেন লঙ্কানদের। সর্বশেষ তিনটি ম্যাচেই এ মাঠে হেরেছে শ্রীলঙ্কা। সেদিক থেকে তারাও আছে অস্বস্তিতে। ডাম্বুলাতে তিন ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১০ সালের এশিয়া কাপে। এই ভেন্যুতে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক ও রিয়াদের খেলার অভিজ্ঞতা আছে। তবে জয় আসেনি একবারও। এবার লঙ্কানদের হারিয়ে দেয়ার প্রত্যাশা নিয়েই নামবে মাশরাফির দল।
×