ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যানবাহনে ৮৪ ভাগ নারী হয়রানির শিকার হন

প্রকাশিত: ০৪:৫১, ২৫ মার্চ ২০১৭

যানবাহনে ৮৪ ভাগ নারী হয়রানির শিকার হন

রাজধানীতে প্রতিদিনই যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভরশীল নারীদের বিড়ম্বনা বাড়ছে। বেসরকারী তথ্যমতে, যানবাহনে শতকরা ৮৪ ভাগ নারী সরাসরি হয়রানির শিকার হন। নারী অধিকার কর্মীরা বলছেন, নারীর ক্ষমতায়ন বিশাল সংখ্যক নারীদের অফিস-আদালতে কাজ করার সুযোগ সৃষ্টি করেছে কিন্তু তার সঙ্গে মিলিয়ে নেই পর্যাপ্ত পরিবহন সেবা। বিআরটিএর চেয়ারম্যান বলছেন, নারীদের জন্য নামানো সরকারী পরিবহনগুলোও চাহিদার তুলনায় অপ্রতুল। গণপরিবহনে যাতায়াত করা যাদের রোজকার নিয়তি, এমন দৃশ্য তাদের চোখ সওয়া। যেন এর আরেক নামই যেন দুর্ভোগ। ইঞ্জিনের পাশে তেতে থাকা সংরক্ষিত নারী আসন, বাসে উঠতে সহায়তার নামে যৌন হয়রানি, বাসে দাঁড়িয়ে থাকা নারীদের ওপর হেলে পড়া কিংবা পাশে বসে থাকা নারী সহযাত্রীর গায়ে ঘুমের ভান করে হেলান দেয়া। গণপরিবহন ব্যবহার করেন অথচ এমন ঘটনার শিকার হননি, এমন নারী হয়ত খুঁজে পাওয়া যাবে না। নারী অধিকার কর্মীরা বলছেন, হেনস্তা এড়াতে নারীদের নিজেদেরই উদ্যোগী হতে হবে। নারী অধিকার কর্মী সামিনা লুৎফা বলেন, নিপীড়নের মাধ্যমে তাদের সীমারেখা বুঝিয়ে দেয়ার চেষ্টা করে সমাজ বা পুরুষেরা। এটি আপনার সীমা এর বাইরে যাবেন না। যে সিট বরাদ্দ দেয়া আছে এর বাহিরে যেতে পারবেন না তাহলে হেনস্তার শিকার হতে হবে। হেনস্তা এড়াতে নারীদের নিজেদেরই উদ্যোগী হতে হবে বলে জানান তিনি। -স্টাফ রিপোর্টার
×