ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তালতলীতে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০৪:৪৮, ২৫ মার্চ ২০১৭

তালতলীতে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৪ মার্চ ॥ বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থী মোঃ বশির ব্যাপারী ও মোস্তফা মৃধার কর্মী সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে ছোটবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বশির ব্যাপারী পূর্ব গাবতলী ধলু মশাই বাড়িতে কর্মিসভার আয়োজন করে। এ কর্মিসভায় যাচ্ছিল বশির ব্যাপারীর ছোট ভাই জাকির ব্যাপারীসহ ২০-২৫ জন। ওই একইপথে অপর প্রার্থী মোস্তফা মৃধার ছেলে ইলিয়াস, ভাইয়ের ছেলে সুজন ও ফারুকসহ ৮-১০ জন বিপরীত দিকে যাচ্ছিল। এ সময় দু’পক্ষ মুখোমুখি হলে বশির ব্যাপারীর ছোট ভাই জাকির অপর প্রার্থী মোস্তফা মৃধার ছেলে ইলিয়াস মৃধার সঙ্গে কথা কাটাকাটি হয়। উভয়পক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×