ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এভারেস্টে রক্তদান শিবির!

প্রকাশিত: ০৪:১৩, ২৫ মার্চ ২০১৭

এভারেস্টে রক্তদান শিবির!

এবার এভারেস্টে অভিনব আয়োজন। বরফে ঢাকা এভারেস্টে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। ২৭ মে পর্যন্ত রক্তদান শিবির থাকবে। আয়োজক ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন অব নেপাল। তবে নেপালের সংস্থা আয়োজন করলেও রক্ত দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের। ভারতের রক্তদাতা সংস্থাগুলোর কাছেও আবেদন জানানো হয়েছে, তারাও যেন রক্তদানের এই উৎসবে শামিল হন। -ওয়েবসাইট ভারতের কনিষ্ঠতম বাবা ভারতের সর্বকনিষ্ঠ বাবা হলো কোচির এক নাবালক। বয়স মাত্র ১২। সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৬ সালের নবেম্বরে তিরুঅনন্তপূরুম মেডিক্যাল কলেজে মেয়ের বাবা হয়েছে ওই নাবালক। তবে মায়ের বয়স ১৭। পুলিশের জেরার মুখে ওই কিশোরী স্বীকার করে নাবালক সঙ্গী তার আত্মীয় এবং সেই তার মেয়ের বাবা। ডিএনএর জন্য ওই তিনজনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সম্প্রতি সেই রিপোর্টের ফল আসায় পুলিশ নিশ্চিত হয়েছে ওই নাবালকই শিশুর বাবা। Ñইন্ডিয়া টাইমস
×