ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৪:১২, ২৫ মার্চ ২০১৭

অন্য রকম

পেপারলেস অফিস ভারতের সুপ্রীমকোর্টে কাগজ অধ্যায় শেষ হতে চলেছে। আর কাগজে কলমে কোন কাজ হবে না। যা হবে, সবই ডিজিটাল পদ্ধতিতে। আগামী ৬ মাসের মধ্যেই এই প্রক্রিয়া চালু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন দফতরকে ‘পেপারলেস অফিস’ হিসেবে গড়ে তুলতে চাইছে। সেই তালিকায় এবার এসে যাচ্ছে দেশটির সর্বোচ্চ আদালতও। সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি জে এস কেহর জানিয়েছেন, আর পিটিশনের কাগজ জমা পড়বে না। আইনজীবীদের যা যা নথি দেয়ার, তা দিতে হবে অনলাইনে। অনলাইনেই নথি পরীক্ষা হবে। বিচারকরাও কম্পিউটার মারফত নথি দেখবেন। হাইকোর্ট বা ট্রায়াল কোর্ট থেকে মামলার নথিও অনলাইনেই আসবে। বিচারকরা যে রায় দেবেন বা শুনানির পরবর্তী দিন ধার্য করবেন, তাও কিন্তু কাগজ-কলমে নয়। Ñটাইমস অব ইন্ডিয়া
×