ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করতে মার্কিন কংগ্রেসে বিল

প্রকাশিত: ০৪:১২, ২৫ মার্চ ২০১৭

ইরানের বিরুদ্ধে  নিষেধাজ্ঞা আরও কঠোর করতে  মার্কিন কংগ্রেসে  বিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার লক্ষ্যে একটি বিল যৌথভাবে মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দলের ১৪ সিনেটর। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ অন্যান্য অ-পারমাণবিক তৎপরতাকে কেন্দ্র করে এ বিল আনা হয়েছে। বৃহস্পতিবার এ বিল উত্থাপন করা হয়েছে। ১৪ সিনেটরের এ দলটিতে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রবীণ সদস্যরাও রয়েছেন। খবর ইরনার। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর সঙ্গে জড়িত যে কারও বিরুদ্ধে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে এ বিলে। এছাড়া এদের সঙ্গে যারা ব্যবসা করবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা এতে বলা হয়েছে। এছাড়া ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী সুনির্দিষ্ট তৎপরতায় জড়িত ব্যক্তি বা সংস্থার সম্পদ আটকে দেয়ার ক্ষমতা বিলে মার্কিন প্রেসিডেন্টকে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরাইলের শক্তিশালী লবিং গোষ্ঠী আমেরিকান ইসরাইল পাবলিক এ্যাফেয়ার্স কমিটি বা এআইপিএসি’র সম্মেলন রবিবারে অনুষ্ঠিত হবে। তার আগে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের ২২৩১ প্রস্তাবকে লঙ্ঘন করেছে। এ প্রস্তাবে ইরানের পরমাণু সমঝোতাকে অনুমোদন করেছে জাতিসংঘ।
×