ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হামলাকারী খালিদ মাসুদ ধর্মান্তরিত মুসলমান!

প্রকাশিত: ০৪:০৯, ২৫ মার্চ ২০১৭

হামলাকারী খালিদ মাসুদ ধর্মান্তরিত মুসলমান!

লন্ডনে সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত খালিদ মাসুদ সম্পর্কে আরও তথ্য পাওয়া গেছে। বুধবারে ৫২-বছর বয়সী এই ব্যক্তি প্রথমে একটি গাড়ি টেমস নদীর ওপরের ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর চালিয়ে দেন এবং পরে পাশেই পার্লামেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্যকে ছুরিকাহত করেন, যার কারণে তাঁর মৃত্যু ঘটে। খালিদ মাসুদের জন্ম ইংল্যান্ডে। তবে এখন জানা যাচ্ছে যে, জন্মের সময় তারই নাম ছিল অ্যাড্রিয়ান এলম্স্?। জন্ম কেন্টের ডার্টফোর্ডে ১৯৬৪ সালের ক্রিসমাসের দিন, অর্থাৎ ২৫ ডিসেম্বর। ফলে এই সম্ভাবনা এখন বাড়ছে যে তিনি হয়ত ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে নিজের নাম পরিবর্তন করেছেন। খবর বিবিসি/এএফপির যদিও এ ব্যাপারটি এখনও কোন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে এই তথ্য তদন্তকারীদের হয়ত সাহায্য করবে যে কেন ঐ ব্যক্তি এ রকম একটি হামলা করলেন। পুলিশ অবশ্য যখন তাঁর নাম প্রথম প্রকাশ করে, তখনই বলেছিল যে খালিদ মাসুদ বেশ কয়েকটি নাম ব্যবহার করতেন। তিনি সর্বশেষ ওয়েস্ট মিডল্যান্ডসে থাকতেন। আর যে গাড়িটি তিনি হামলার কাজে ব্যবহার করেন, সেটি তিনি ভাড়া করেছিলেন বার্মিংহ্যাম থেকে। কিন্তু হামলার ঠিক আগে তিনি ব্রাইটনে একটি হোটেলে ছিলেন। তবে সেখানে কেন তিনি ছিলেন, তা এখনও অজানা। লন্ডনে এই হামলার সময়ই খালিদ মাসুদ পুলিশের গুলিতে নিহত হন। এই হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু হওয়ায় সব মিলিয়ে মৃতের সংখ্যা এখন পাঁচ। ঘটনার তদন্তে লন্ডন, বার্মিংহ্যাম ও ব্রিটেনের আরও কিছু এলাকায় শত শত গোয়েন্দা কাজ করছেন। এখন পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে, যারা পুলিশের হেফাজতে রয়েছেন। এদিকে রাজধানী লন্ডনে কয়েক শ’ লোক জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। ইসলামিক স্টেট গ্রুপ এ ভয়াবহ হামলা চালিয়েছে বলে দাবি করেছে। আইএস দাবি করেছে, জিহাদীদের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের দেশগুলো টার্গেট করে হামলা চালানোর দায়িত্ব দেয়া তাদের একজন যোদ্ধা ব্রিটেনের মাটিতে এ হামলা চালায়। দেশটিতে ১২ বছরের মধ্যে এটি ছিল তাদের প্রথম হামলা। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম খালিদ মাসুদ। তার বয়স ৫২ বছর। বিভিন্ন সহিংস অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হলেও কোন সন্ত্রাসী কর্মকা-ে তাকে ইতোপূর্বে দায়ী করা হয়নি। সে কোন সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে এর আগে কোন গোয়েন্দা সংস্থা তা খতিয়ে দেখেনি। এদিকে মেয়র সাদিক খানের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানোর জন্য লন্ডনের কেন্দ্রস্থলের ট্রাফালগার স্কয়ারে কয়েক শ’ লোক সমবেত হন।
×