ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালবাগে গৃহবধূকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৭, ২৪ মার্চ ২০১৭

লালবাগে গৃহবধূকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগের এক গৃহবধূকে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ১৭ ঘণ্টা পর পুলিশ নিহতের ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। এদিকে গুলশানে ইয়াবা চক্রের ৪ সদস্যকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের তিন বাংলাদেশী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, লালবাগের শহীদনগর এলাকায় নূরন্নাহার মুন্নীকে (২৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার পাষ- স্বামী। পরে পুলিশ নিহতের স্বামী নূরে আলমকে (২৮) গ্রেফতার করেছে। ঘটনার ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে। বৃহস্পতিবার সকালে মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। চার ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ॥ গুলশানে ইয়াবা চক্রের ৪ সদস্যকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ রশিদউদ্দিন সুফল ওরফে ডলার, মোঃ আল আমিন, মোঃ তারেক হোসেন মাসুম ও মোঃ রবিন মাহমুদ রনি। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা কর্মকর্তা ফজলুল হক খান জানান, বুধবার রাতে গুলশানের শাহজাদপুর এফএফসি ফাস্টফুড রেস্টুরেন্টে ইয়াবা ট্যাবলেটের ক্রেতা-বিক্রেতা সেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা বেচার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার ॥ শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, রাহিদুল ইসলাম (২৫), রাকিবুল হাসান সুজন (২৭), ইমরান ফকির (২২), শামিম বারি (২২), হারুন ব্যাপারী (৩৫) ও লিটন (২৬)। ]সাইবার চক্রের তিন সদস্য গ্রেফতার ॥ মোহাম্মদপুর এলাকা থেকে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের তিন বাংলাদেশী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আফজাল আহম্মেদ (৩৩), মোঃ শরীফ আলমগীর (৪৫) ও শরীফুল আহম্মেদ ওরফে মোহন (২৩)।
×