ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুল্ক ফাঁকি

মুসা বিন শমসেরকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে তলব

প্রকাশিত: ০৯:১৫, ২৪ মার্চ ২০১৭

মুসা বিন শমসেরকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে তলব

বাংলানিউজ ॥ জালিয়াতি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রেঞ্জ রোভার ব্যবহার করায় কথিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরকে তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি জানান, শুল্ক ফাঁকি, মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের বা তদন্তের প্রয়োজনে তাকে এ নোটিস দেয়া হয়েছে। ২০ এপ্রিল বিকেল ৩টায় শুল্ক গোয়েন্দা সদর দফতরে তাকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে ভোলা বিআরটিএতে নিবন্ধন (ভোলা ঘ ১১-০০৩৫) গ্রহণকারী ফারুকুজ্জামান চৌধুরীকেও তলব করা হয়েছে।
×