ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাকিল আহমেদ

টিনএজ ফ্যাশনে কটি

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ মার্চ ২০১৭

টিনএজ ফ্যাশনে কটি

কটির ফ্যাশন সবসময় জনপ্রিয়তার তুঙ্গে ছিল। কামিজের পাশাপাশি অন্যান্য পোশাকের সঙ্গে তরুণীরা দিব্যি স্বাচ্ছন্দ্যে ছিলেন কটিতে। এ বছর কামিজের সঙ্গে কটির চল কমে এলেও টিনএজাররা পাশ্চাত্য পোশাকের সঙ্গে পছন্দ করছেন কটি। জিন্সের সঙ্গে টি-শার্ট আর উপরে চাপিয়ে দেয়া একটি রঙিন কটি- ব্যস! সাজে চলে আসবে ভিন্ন মাত্রা। বন্ধুদের আড্ডায় যেমন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন তেমনি হুট করে বের হয়ে যাওয়ার জন্যও বেশ আরামদায়ক পোশাক এটি। ফিতা দেয়া কটির পাশাপাশি সামার কোট ধাঁচের একটু লম্বা কটিও বেশ ফ্যাশনেবল। রঙিন পাইপিং ও ব্লক নান্দনিকতা নিয়ে আসছে কটির নকশায়। গ্লাস বসানো জমকালো কটিও পরতে পারেন। ইদানীং ফ্যাশনে কটিগুলোতে প্রাধান্য পেয়েছে মজার মজার সব মোটিফ। হারিকেন, ছাতা, বাল্ব, ছাতা, মেঘ-বৃষ্টির। সম্পূর্ণ ব্লকের কাজ করা রঙিন এই কটিগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দুই দিকের পরা যায়! দুই দিকে দুটি ভিন্ন রং ও মোটিফে কাজ করা হয়েছে বলে পছন্দ মতো ঘুরিয়ে পরতে পারবেন এগুলো। আবার ফুল হাতা ফ্যাশনেবল কটিও এনেছেন যা পশ্চিমা পোশাকের সঙ্গে মানানসই। অর্ডার পেলে নিজেই বানিয়ে দেন কটি। কটি যেহেতু পোশাকের উপরে পরা হয় সেহেতু একটু উজ্জ্বল রং বেছে নিলেই ভালো করবেন। নীল, আকাশী, হলুদ, কমলা, ম্যাজেন্টা, গোলাপির মতো রংগুলো চাকচিক্য নিয়ে আসবে। যেকোনও রঙের পোশাকের সঙ্গেই মানানসই এ ধরনের রং। অপেক্ষাকৃত হালকা রঙের পোশাকের সঙ্গে গাঢ় রঙের কটি পরতে পারেন। আবার একটু হালকা রং ভাল দেখাবে গাঢ় রঙের পোশাকে। টি-শার্ট, কামিজ ও ফতুয়ার সঙ্গে পরতে পারেন স্টাইলিশ কটি। টি শার্ট অথবা ফতুয়ার সঙ্গে ফিতা দেয়া খোলা কটি ভাল দেখাবে। ফুল হাতা কটি পরতে পারেন একটু ফর্মাল পোশাকের সঙ্গে। অনলাইন বিভিন্ন শপ ছাড়াও আজিজসহ বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন বৈচিত্র্যময় কটি।
×