ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানি বিতর্ক মার্কিন জিমন্যাস্টিক্সে

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ মার্চ ২০১৭

যৌন হয়রানি বিতর্ক মার্কিন জিমন্যাস্টিক্সে

স্পোর্টস রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোরী জিমন্যাস্টরা ব্যাপকহারে যৌন হয়রানির শিকার হয়েছেন। গত বছর এমন একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই দেশটির জিমন্যাস্টিক্সই শুধু নয় সবধরনের ক্রীড়া বিভাগ নড়ে চড়ে বসে। অনেকেই হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। কিন্তু সেই অভিযোগসমূহের ব্যাপারে কোন কার্যকর দ্রুত পদক্ষেপ নেয়নি মার্কিন জিমন্যাস্টিক্স। সেটা এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচনার মুখে পড়ে অবশেষে মার্কিন জিমন্যাস্টিক্স প্রধান স্টিভ পেনি পদত্যাগ করলেন। কয়েক হাজার মহিলা অভিযোগ করেন নিজেদের কোচ, পুরুষ এ্যাথলেট ও কর্মকর্তাদের দ্বারা তারা যৌন হয়রানির শিকার হন। এর মধ্যে বেশিরভাগই দাবি করেন সেটা জিমন্যাস্টিক্স দলের চিকিৎসক ল্যারি নাসারের মাধ্যমেই হয়েছে। ওই হয়রানির বিষয়গুলো ঘটেছে অনুশীলন ক্যাম্পে। কিন্তু অভিযোগ আসার পরও সেভাবে পদক্ষেপ নেয়নি মার্কিন জিমন্যাস্টিক্স। বিষয়টি নিয়ে চলছে টালবাহানা। এবার এমন জোর দাবিই করছেন অভিযোগকারীরা। শেষ পর্যন্ত সমালোচনার তোপে পড়ে পদত্যাগই করলেন জিমন্যাস্টিক্স প্রধান পেনি। তিনি বলেন, ‘আমার সরে দাঁড়ানর সিদ্ধান্তটি সার্বিকভাবে ইউএসএ জিমন্যাস্টিক্সের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য চিন্তা করেই নিয়েছি। হয়রানির দৃষ্টান্তগুলো হৃদয় বিদারক। এমনভাবে তরুণ এ্যাথলেটরা হয়রানির শিকার হয়েছেন সেই চিন্তাটাই আমাকে অসুস্থ করে তুলেছে।’ প্রতিবেদনে এসেছিল ৩৫০ এরও অধিক জিমন্যাস্টস যৌন হয়রানির শিকার হয়েছেন। ইন্ডিয়ানা পোলিস স্টারের প্রতিবেদন ছিল সেটি। দীর্ঘদিন ধরে জিমন্যাস্টিক্সের গবর্নিং বডি কোচের পরিবর্তন করেনি। রাশিয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে আইওসি স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরটা ছিল ডোপপাপে বিশ্ব এ্যাথলেটিক্স জর্জরিত। বিশেষ করে রিচার্ড ম্যাকলারেনের প্রতিবেদনে উঠে আসে এর ভয়াল চিত্র। রাশিয়ান এ্যাথলেটরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। শোরগোল পড়ে যায় বিশ্বব্যাপী। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় রিও অলিম্পিকে রাশিয়ার পুরো ট্র্যাক এ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদরা ছিলেন নিষিদ্ধ। অন্যান্য ইভেন্টেও বাদ পড়েন অনেকে। বিভিন্ন রাশিয়ান ফেডারেশনের অনেক কর্মকর্তাও জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত হন। এবার সেই ডোপ কলঙ্কের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। রাশিয়ান ডোপ কলঙ্কে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রতিবেদক ম্যাকলারেনকে এবং বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) কাছে আরও তথ্য ও উপাত্ত চেয়েছে আইওসি। এমনটাই জানিয়েছেন আইওসি সভাপতি টমাস বাখ। রাশিয়ার সঙ্গে এ বিষয়ে অবশ্য অনেকদিন ধরেই বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ম্যাকলারেন ও ওয়াডার প্রেসিডেন্ট ক্রেইগ রিডি। একটি বিশেষ সভায় আইওসি ম্যাকলারেনের রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। এরপর আইওসি সভাপতি বাখ বলেন, ‘আমি যেটা চাই তা হচ্ছে ম্যাকলারেন ও রিডির সঙ্গে আলোচনা। আমরা তাদের কাছ থেকে আরও তথ্য চাইব, আরও পরামর্শ নেব যাতে আমরা একটি তদন্ত কমিশন গড়তে পারি। আর এই পদ্ধতিতেই আমরা বিষয়টিকে আরও বেশি ত্বরান্বিত করতে চাই। আশা করছি এভাবে এ পরিস্থিতির একটা সমাধানে আসতে পারব।’
×