ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য কেন্দ্রে সহকারী মেডিক্যাল অফিসার নিয়োগ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৫, ২৪ মার্চ ২০১৭

স্বাস্থ্য কেন্দ্রে সহকারী মেডিক্যাল অফিসার নিয়োগ দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দেশের উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সহকারী মেডিক্যাল অফিসার নিয়োগসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এ্যাসোসিয়েশন সিলেট শাখা। বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ইউনানী চিকিৎসাসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তারই ধারাবাহিকতায় এবং চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় সমস্যা সমাধান ও উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা শেষে উল্লেখযোগ্য বিষয়গুলোর পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সমাবেশে সংগঠনের সিলেট শাখার সহ-সভাপতি মিফতাহুল হোসেন সুইটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাকীম মোঃ মনোয়ার হোসেন সুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট আয়ুর্বেদ কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ছাদুল্লাহ বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ এমদাদ মিয়া, গবেষণা সম্পাদক মনির চৌধুরী, সাহিদুর রহমান সাহিদ, জামাল হাসান, গোলাম কিবরিয়া প্রমুখ। নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ মার্চ ॥ বড়াইগ্রামে আগুনে পুড়ে আয়জান বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আয়জান বেগমের পুত্রবধূ আজেলা বেগম। পুড়ে ছাই হয়ে গেছে দুটি গরু, দুটি ঘরসহ বাড়ির অন্যান্য সম্পদ। বুধবার গভীর রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়জান বেগম ওই গ্রামের মৃত আজহার সরকারের স্ত্রী এবং আসাদ সরকারের মা। নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু এবং এলাকাবাসী জানান, আসাদ সরকারের বাড়িতে গভীর রাতে গোয়ালঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ওই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আসাদ সরকারের বৃদ্ধ মা আয়জান বেগম আগুনে পুড়ে মারা যান। দুটি গরু এবং ঘরের সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শাশুড়ি মাকে উদ্ধার করতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে পুত্রবধূ আজেলা বেগম গুরুতর আহত হন। তাকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কষ্টি পাথরের মূর্তি উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ মার্চ ॥ বুধবার সন্ধ্যায় পতœীতলা থানার পুলিশ উপজেলার চকসহবত গ্রামের একটি পুকুর থেকে ৫৪ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে। উপজেলার দিবর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান জানান, চকসহবত গ্রামে তাদের পারিবারিক ঢেঁকিহারায় একটি পুকুর খনন করার সময় মূর্তিটি বের হয়ে আসলে শ্রমিকরা তাকে জানালে তিনি থানায় খবর দেন। এরপর পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ মার্চ ॥ লালপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, সামব্যাদী দলের কেন্দ্রীয় নেতা বীরেন সাহা, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তায়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ। মুক্তিযুদ্ধের গল্প বলার আসর নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ মার্চ ॥ গাইবান্ধা পৌর পার্কে স্বাধীনতার বিজয় স্তম্ভে বৃহস্পতিবার দিনব্যাপী ‘চলো ফিরে যাই ’৭১-এ’ শীর্ষক মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প বলার আসর অনুষ্ঠিত হয়। ’৭১-এ পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস স্মরণে গাইবান্ধার শিশু কিশোরদের সংগঠন আমরা ‘ক’ জন অগ্রদূত এই গল্প বলা আসরের আয়োজন করে। গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন গল্প বলা আসরের উদ্বোধন করেন। এই আসরে ’৭১-এর মুক্তিযুদ্ধের গল্প বলেন মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, গৌতম চন্দ্র মোদক, মাহমুদুল হক শাহজাদা, নাজমুল আরেফিন তারেক, ওয়াশিকার ইকবাল মাজু, মবিনুল হক জুবেল, শামছুল আলম।
×