ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে রাস্তা দখল করে দোকান নির্মাণ ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৬:২৪, ২৪ মার্চ ২০১৭

রাজশাহীতে রাস্তা দখল করে দোকান নির্মাণ ॥ জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের বেলদারপাড়া এলাকায় সরকারী রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করছেন এক প্রভাবশালী। এতে ওই সড়কের যাতায়াতকারী বাসিন্দারা পড়েছেন বিপাকে। যে রাস্তায় এতদিন রিক্সা-ভ্যান ও ছোট গাড়ি চলাচল করছিল, এখন অবৈধভাবে রাস্তার মুখে পাকা দোকানঘর নির্মাণ করায় ওই রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, থানা পুলিশ ও খোদ সিটি কর্পোরেশেনের মেয়রের কাছে এলাকাবাসী আবেদন করেও কোন ফল পাচ্ছেন না। ওই মহল্লায় বসবাসকারী অর্ধশতাধিক ব্যক্তি রাস্তার মুখে দোকানঘর নির্মাণ বন্ধের জন্য সিটি কর্পোরেশনে আবেদন করেও কোন লাভ হয়নি। ফলে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। এলাকাবাসী অভিযোগে উল্লেখ করেন, নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বেলদারপাড়ায় রাসিকের হেরিংবন্ড করা রাস্তার ইট তুলে স্থানীয় প্রভাবশালী আব্দুল মান্নান লাল ও তার সহযোগীরা জোর করে পাকা দোকানঘর নির্মাণ করছেন। ফলে ওই রাস্তা দিয়ে এখন রিক্সা-ভ্যান দূরের কথা, মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা কিসমত আলী জানান, এ বিষয়ে সম্প্রতি তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক হোসেন রতনকে দায়িত্ব দেন। তিনি তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সুপারিশ করেন। বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষকের জামিন স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ গাড়ি ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বুধবার মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার সকালে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে তাকে জামিন দেয়া হয়। এর আগে বুধবার সকালে জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দের অপসারণ ও গ্রেফতারের দাবিতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করার পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন তার নাতিকে জিলা স্কুল থেকে আনার জন্য গাড়ি পাঠান। গাড়ি জিলা স্কুলের ভেতরে প্রবেশ করলে প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ গাড়ির চালক নজরুল ইসলামকে গালিগালাজ, বাকবিত-া ও লাঞ্ছিত করেন।
×