ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মের ব্যবস্থা করতে সমাবেশ

প্রকাশিত: ০৬:২৪, ২৪ মার্চ ২০১৭

প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মের ব্যবস্থা করতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যশোরে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের চাকরিদাতাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) আয়োজনে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আরআরএফ নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। অনুষ্ঠানে জেলার অটোমোবাইল ওয়ার্কশপ, কম্পিউটার মালিক, ওয়েল্ডিং মালিক, বাস মালিক, প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানরা দক্ষকর্মীদের চাকরি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরআরএফ নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস জানান, আরআরএফ ব্যবস্থাপনায় স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের কারিগরি সহযোগিতায় ৩০৩ দরিদ্র বেকার তরুণ-তরুণীকে ৩ ও ৬ মাস মেয়াদী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরও ১৪৯ তরুণ-তরুণীর প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরিদাতাদের নিয়ে এ ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের উপ-নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কামাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. হুমায়ুন কবীর, বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহকারী-মহাব্যবস্থাপক জিতেন্দ্র কুমার রায়। দেশ থেকে জঙ্গী নির্মূল করবেই সরকার ॥ নৌমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ মার্চ ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, জামায়াতে ইসলামী তাদের চরিত্রকে আড়াল করার জন্য দেশে বিভিন্ন সময় জঙ্গী হামলা করে আইএসের নাম ব্যবহার করছে। আইএসের আক্রমণ ও হত্যার চরিত্র হলো, তারা গুলি করে মানুষ হত্যা করে। আর আমাদের দেশে যারা মানুষ হত্যা করছে তার কুপিয়ে হত্যা করছে। এতে প্রমাণ হয় দেশে আইএসের নামে যারা জঙ্গী হামলা চালায় তারা হলো জামায়াত ইসলাম। বাংলাদেশে আইএসের কোন অস্তিত্ব নেই। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পিটিআইতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ডিসপ্লেও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী আরও বলেন, মানুষকে কুপিয়ে হত্যা করার ইতিহাস হলো জামায়াত ইসলাম ও শিবিরের।
×