ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে চার ব্রিজ মরণ ফাঁদ

প্রকাশিত: ০৬:২৪, ২৪ মার্চ ২০১৭

বরিশালে চার ব্রিজ মরণ ফাঁদ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার চারটি আয়রন ব্রিজ ও স্লাব ধসে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই চারটি ব্রিজ দিয়ে শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। অথচ ব্রিজগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোন মাথা ব্যথাই নেই। সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার গৈলা-শিহিপাশা সড়কের উত্তর শিহিপাশা পশ্চিমপাড়া গ্রামের কালাচাঁন সরদারের বাড়ির সামনের আয়রন ব্রিজের স্লাব ধসে পড়ায় ওই ব্রিজ দিয়ে দীর্ঘদিন থেকে ছোটবড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা বিকল্প হিসেবে ব্রিজের ওপর কাঠ বিছিয়ে চলাচল করলেও শিশুরা ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই করুণ। ওই ব্রিজ দিয়ে জবসেন, রাংতা, ফুলশ্রী, শিহিপাশা গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে। অপরদিকে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি ১২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশের আয়রন ব্রিজটি পুরোপুরি ধসে পড়ায় সবচেয়ে বেশী দুর্ভোগে পরেছে ওই স্কুলের শিশু শিক্ষার্থীরা। এছাড়া ওই ব্রিজ দিয়ে নয়টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। জামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, স্কুলে যাতায়াতের জন্য কোন বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে ওই ব্রিজ দিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। একই ইউনিয়নের দক্ষিণ হারতা গ্রামের দুইটি লোহার আয়রন ব্রিজের স্লাব ধসে যাওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ব্রিজের ওপর কাঠ বিছিয়ে ব্যবহার করার পর তাও এখন ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাজশাহীর অসুস্থ ৫০ মুক্তিযোদ্ধা পেলেন আর্থিক সহায়তা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ৫০ অসুস্থ মুক্তিযোদ্ধাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে জেলা পরিষদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেককে ছয় হাজার টাকা করে সহায়তা দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলার এসব মুক্তিযোদ্ধার মাঝে সহায়তার চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। জেলা পরিষদের তহবিল থেকে মুক্তিযোদ্ধাদের এই সহায়তা করা হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলার সহসভাপতি আবদুল মজিদ সরদার, বদরুজ্জামান রবু মিয়া, অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ বক্তব্য রাখেন।
×