ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পেপার মিলে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:২৪, ২৪ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জে পেপার মিলে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ার বালুয়াকান্দি এলাকার আকিজ গ্রুপের আফিল পেপার কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন আহত হয়েছেন। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। নওগাঁ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মান্দায় অগ্নিকা-ের ঘটনায় দুটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনে দুটি গরু দগ্ধ হয়েছে বলে জানা গেছে। উপজেলার দক্ষিণ মৈনম শাহপাড়া গ্রামে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের সাইদুর রহমানের গোয়ালঘরে দেয়া কয়েল থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তে তা প্রতিবেশী আসলাম হোসেনের বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দিনাজপুর স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, খানসামা উপজেলার সুবর্ণখুলী হাজিপাড়ায় আগুন লেগে ২৪ পরিবারের ৬৫ ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন সরকার প্রধান জানান, ভোরে ফরিদা বেগমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পয়ে নীলফামারী-সৈয়দপুরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার হাট কামারাজানি বাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দুটি পাটের গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় তিনশ’ মণ পাটসহ সাত লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। জানা যায়, কামারজানি হাটে খোরশেদ আলমের পাটের গুদামে অগ্নিকা- ঘটে। আগুন দ্রুত একটি গুদামে ছড়িয়ে পড়ে।
×