ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএনও অফিস ঘেরাও, বিক্ষোভ

বাগমারার প্রকৌশলীকে প্রত্যাহার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:২৩, ২৪ মার্চ ২০১৭

বাগমারার প্রকৌশলীকে প্রত্যাহার দাবিতে আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বাগমারা জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিমকে প্রত্যাহারসহ চারদফা দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশে প্রকৌশলী রেজাউল করিমকে বাগমারা থেকে প্রত্যাহার ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে এ বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ সেখানে বাধা দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ সেখান থেকে সরে গেলেও অতিরিক্ত পুলিশ আসার আগে তারা সরে পড়ে। তাদের অপর দাবিগুলো হলো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর বিরুদ্ধে প্রকৌশলী রেজাউল করিমের দায়ের করা অভিযোগ প্রত্যাহার, আবেদন করা ২৬৮ গভীর নলকূপ চালু করার ছাড়পত্র প্রদান এবং ওই গভীর নলকূপগুলোতে বিদ্যুত সংযোগের ব্যবস্থা গ্রহণ। বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম গত মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়রি করে উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনেন। ওইদিন বেলা ১১টার দিকে তাকে নিজ চেম্বারে ডেকে নিয়ে চেয়ারম্যান তাকে চড়-থাপ্পড় মারে বলে অভিযোগ করেন রেজাউল করিম। এই ঘটনার পর থেকে তিনি রাজশাহী শহরে অবস্থান করছেন। নিরাপত্তার কারণে গত দুইদিন থেকে অফিসে যেতে পারছেন না বলে তিনি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাগমারা উপজেলা চত্বরে জড়ো হন। তার সঙ্গে যোগ দেন গভীর নলকূপের ছাড়পত্রের জন্য আবেদন করা কয়েকশ কৃষক। তারা সেখান থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ শুরু করে। এসময় পুলিশ গিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সেখান থেকে সরে যায়। তবে দাঙ্গা পুলিশ পৌঁছার আগেই সমাবেশ শেষ করে তারা চলে যায়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরেন্দ্রনাথ সরকার, সহ-সভাপতি সুরাত আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ভবানীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল প্রমুখ। সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা বিএমডি’র সহকারী প্রকৌশলী রেজাউল করিমকে প্রত্যাহার ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা জিডি প্রত্যাহারে আল্টিমেটাম দেয়া হয়। সমাবেশ শেষে তারা চারদফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেয়।
×