ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাইমারী শিক্ষকদের লাগাতার আন্দোলনের হুমকি

প্রকাশিত: ০৬:২২, ২৪ মার্চ ২০১৭

প্রাইমারী শিক্ষকদের লাগাতার আন্দোলনের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ হঠাৎ করে সংরক্ষিত ছুটি তিনদিন থেকে কমিয়ে একদিন করে ছুটির বর্ষপঞ্জি ঘোষণাসহ বিতর্কিত কয়েকটি নির্দেশনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন প্রাথমিক শিক্ষকরা। দাবি আদায়ে আগামী ২৭ এপ্রিল ১ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের ডাকে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষকরা সারাদেশে আধা ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। কর্মসূচী শেষে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, ছুটির তালিকা সংশোধনসহ অন্যান্য দাবি ২৫ এপ্রিলের মধ্যে না মানা হলে ২৭ এপ্রিল ১ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। তারপরেও দাবি মানা না হলে লাগাতার আন্দোলন। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে আধা ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। শিক্ষক শিক্ষার্থীদের অধিকার হরণের আন্দোলন এগিয়ে নেয়ায় সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকদের অভিনন্দন। শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও মহাপরিচালকের কাছে প্রাথমিক শিক্ষার ছুটির তালিকা সংশোধনের যৌক্তিকতা তুলে ধরে আবেদন করা সত্ত্বেও ইতিবাচক কার্যক্রম গ্রহণ করা হয়নি। সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, এম এ ছিদ্দিক মিয়া, আ ফ ম তোয়া পাটোয়ারী প্রমুখ। এদিকে জানা গেছে, হঠাৎ করে সংরক্ষিত ছুটি তিনদিন থেকে কমিয়ে একদিন করে ছুটির বর্ষপঞ্জি ঘোষণায় ক্রমেই অসন্তোষ বাড়ছে সরকারী-বেসরকারী প্রাথমিক শিক্ষকদের মাঝে। আপত্তি উঠেছে বর্ষপঞ্জির বেশ কয়েকটি নির্দেশনা নিয়ে। দাবি আদায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরামের কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। বর্ষপঞ্জি নিয়ে আপত্তি তুলেছে প্রধান শিক্ষকদের সংগঠন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতিও। নর্থ সাউথ ভার্সিটিতে বিশেষ সেমিনার পুঁথিগত বিদ্যার পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এনএসইউর শরীরচর্চা কেন্দ্র বিশেষ ভূমিকা রাখছে। এর ধারাবাহিকতায় ২১ মার্চ নর্থ সাউথ ইউনিভার্সিটির স্পোর্টস ও ফিটনেস সেন্টার এবং সেলফ ডিফেন্স ও ফিটনেস একাডেমির যৌথ আয়োজনে আত্মরক্ষা, যোগব্যায়াম এবং এরোবিকস্ বিষয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি
×