ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বালিতে শক্তিশালী ভূমিকম্পে চারজন আহত

প্রকাশিত: ০৫:১৭, ২৪ মার্চ ২০১৭

বালিতে শক্তিশালী ভূমিকম্পে চারজন আহত

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় বালি দ্বীপে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। এতে তিন শিশুসহ চারজন আহত এবং অনেক ঘরবাড়ি, মন্দির, বিদ্যালয় ও সরকারী ভবনের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ সংস্থা এ কথা জানিয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে বলেন, আহতদের কাছের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরও জানান, ডেনপাসার সিটি, জেমব্রানার বিভিন্ন এলাকা, ক্লুকুং, বাংলি, জিয়ানিয়ার ও কারাং আসেমে ভূমিকম্প অনুভূত হয়। -এএফপি বাতাসে ষড়যন্ত্রের গন্ধ ১৯৩৯ সালে রাশিয়াকে ‘ধাঁধা, হেঁয়ালি ও রহস্যপূর্ণ স্থান’ বলে অভিহিত করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্র্চিল। প্রায় ৮০ বছর পর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমির কণ্ঠেও একই কথার প্রতিধ্বনি শোনা গেল। প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে সোমবার তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেন টিমের সঙ্গে রুশ কর্মকর্তাদের যোগাযোগ হয়েছিল। হাফিংটন পোস্ট লন্ডন হামলার জেরে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে হামলার পর লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতর স্কটল্যান্ডের ইয়ার্ড পরিদর্শনের পরিকল্পনা বাতিল করেছেন রানী এলিজাবেথ ও তার স্বামী ডিউক অব এডিনবরা। লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্টে বৃহস্পতিবার পুলিশ নতুন দফতর ভবন উদ্বোধন করার কথা ছিল রানীর। বাকিংহাম প্যালেস জানিয়েছে, স্কটল্যান্ডের ইয়ার্ডের ওই অনুষ্ঠানের তারিখ নতুন করে নির্ধারিত হলে রানী সেখানে যেতে পারেন। -এক্সপ্রেস ইউকে
×