ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিলারিকে হারাতে রুশ-মার্কিন কর্মকর্তাদের যোগসাজশ ছিল

প্রকাশিত: ০৫:১৭, ২৪ মার্চ ২০১৭

হিলারিকে হারাতে রুশ-মার্কিন কর্মকর্তাদের যোগসাজশ ছিল

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ চেষ্টা নিয়ে চলছে জোর বিতর্ক। সিএনএনের নতুন একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারকালে হিলারি ক্লিনটনকে হারানোর লক্ষ্যে মার্কিন কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেছিলেন। খবর বিবিসির। মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, এফবিআইয়ের কাছে তথ্য আছে, রুশ কর্মকর্তারা হিলারিকে হারাতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগে সহায়তা করেন। সোমবার এফবিআইপ্রধান জেমস কোমি জানিয়েছিলেন, নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করবে গোয়েন্দা সংস্থা। বিষয়টি সত্যি বলে প্রমাণিত হলে রাজনৈতিকভাবে বিড়ম্বনায় পড়তে পারেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার মিথ্যাচার করেছেন। ২০১৩ সাল থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে ৮০ বার পুতিনের নাম উচ্চারণ করেছেন ট্রাম্প। ২০১৩ সালে মস্কোতে সুন্দরী প্রতিযোগিতার সময় কমপক্ষে নয়বার ট্রাম্প দাবি করেছেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন অথবা তার সঙ্গে যোগাযোগ করেছেন। সিএনএন ধারাবাহিকভাবে ট্রাম্পের সেসব টুইট ও সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারের অংশ প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০১৩ সালের ১৮ জুন টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘আপনি কি মনে করেন নবেম্বরে মস্কোতে অনুষ্ঠিতব্য সুন্দরী প্রতিযোগিতায় পুতিন আসবেন? যদি তাই হয়, তাহলে সে কি আমার নতুন সেরা বন্ধু হবেন?’ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন, আমি যখন রাশিয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ছিলাম তখন পুতিন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং অনেক ভাল আচরণ করেছেন। আমি বলতে চাচ্ছি, রাশিয়ার জনগণ আমাদের প্রতি খুবই ভাল আচরণ করেছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকালেও পুতিনের প্রশংসা করেছেন ট্রাম্প। তবে ওই সময় বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় পুতিনের সঙ্গে দেখা বা যোগাযোগের পুরো বিষয়টি নাকচ করে দেন তিনি। ওই বছরের জুলাইতে টুইটারে ট্রাম্প লিখেছিলেন, ‘আমার সঙ্গে পুতিনের কখনও দেখা হয়নি। পুতিন কে তাও আমি জানি না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী পল ম্যানাফোর্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সহযোগিতা করতে গোপনে এক রুশ কোটিপতির সঙ্গে কাজ করেছেন বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে। ম্যানাফোর্টের বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এলাকাগুলোয় এক দশক আগে রুশ বিরোধীদের দমাতে একটি কৌশলের প্রস্তাব করার অভিযোগ আছে। এপি বলেছে, ট্রাম্পের এই সাবেক সহযোগীর বিরুদ্ধে অভিযোগের সপক্ষে তাদের কাছে নথিপত্র রয়েছে। তবে ম্যানাফোর্ট এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গত বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটির অবৈতনিক চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন পল ম্যানাফোর্ট। এপির এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আগস্টে তিনি পদত্যাগ করেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৪ সালের আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনে ইউক্রেনের ক্ষমতাসীন রুশপন্থী রাজনৈতিক দলের হয়ে তদবির করেছেন। এপি বলেছে, নতুন পাওয়া ব্যবসায়িক নথিগুলো থেকে জানা গেছে, পুতিনের স্বার্থে আরও ঘনিষ্ঠভাবে সাবেক সোভিয়েত অঞ্চলে সক্রিয় ছিলেন ম্যানাফোর্ট। তিনি রুশ এ্যালুমিনিয়াম ব্যবসায়ী ওলেগ দেরিপাস্কার সঙ্গে কাজ করেছেন। এই কোটিপতি পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত।
×