ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ফিত হচ্ছে সমুদ্রপৃষ্ঠ

সুমেরুতে তাপমাত্রা বাড়ছে গলছে বরফ

প্রকাশিত: ০৫:১৬, ২৪ মার্চ ২০১৭

সুমেরুতে তাপমাত্রা বাড়ছে গলছে বরফ

সুমেরুতে তাপপ্রবাহসহ চরম আবহাওয়া অব্যাহত রয়েছে। ২০১৬ সালে বৈশ্বিক তাপমাত্রার রেখাচিত্র শীর্ষে পৌঁছেছে। সমুদ্রের জমাট বাঁধা বরফ সঙ্কুচিত হয়ে পড়ে এবং সাগরের উচ্চতা বেড়ে যায়। এরপর থেকে এ পরিস্থিতি অব্যাহত রয়েছে। খবর এএফপির। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) মঙ্গলবার সতর্কবানী উচ্চারণ করে বলেছে, বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায় এ তীব্র পরিবর্তনের কারণে গত বছর তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায় এবং এ জলবায়ু পরিস্থিতি অব্যাহত রয়েছে বলে মনে হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রাম বা বিশ্ব জলবায়ু গবেষণা কর্মসূচীর প্রধান ডেভিড কার্লযোন ডব্লিউএমও প্রকাশিত এক রিপোর্টে বলেছেন, আমরা এখন সত্যিকারভাবে এক অনিশ্চিত অঞ্চলে বাস করছি। তিনি বলেন, ২০১৭ সালে শক্তিশালী এল নিনো দেখা না দিলেও এ গ্রহে অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। এ পরিবর্তনে জলবায়ু ব্যবস্থা আমাদের বোধশক্তির প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এল নিনো সাধারণত প্রতি চার থেকে পাঁচ বছর অন্তর উষ্ণ তাপপ্রবাহ নিয়ে আসে। বৈশ্বিক জলবায়ুর ওপর মঙ্গলবার প্রকাশিত ডব্লিউএমও রিপোর্টটিতে বলা হয়, ২০১৬ সবচেয়ে উষ্ণ বছর বলে এর আগে যে তথ্য প্রকাশিত হয়েছিল তা যথার্থ বলে ডব্লিউএমএ বলেছে, গত বছর বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল প্রায় ১ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস (১ দশমিক ৯৮ ফারেনহাইট) যা ছিল শিল্প-পূর্ব যুগের ওপরে এবং প্রায় শূন্য দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস যা ছিল ২০১৫ সালের রেকর্ডের ওপরে। গত বছর সমুদ্রপৃষ্ঠের বৈশ্বিক গড় তাপমাত্রার রেকর্ড সর্বোচ্চ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবং উত্তর মেরুতে গত বরফেন্স্তর হ্রাস পেয়েছে। রিপোর্টে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তাপপ্রবাহ বৃদ্ধির পেছনে বড় কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন। ডব্লিউএমওয়ের প্রধান পিটারি তালাস এক বিবৃতিতে বলেছেন, বায়ুম-লে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নতুন রেকর্ডকে অতিক্রম করে যাচ্ছে একইভাবে। জলবায়ু ব্যবস্থার ওপর মানুষের কর্মকা-ের প্রভাব ফেলছে আরও স্পষ্টভাবে। জাতিসংঘের এ সংস্থা বলেছে, ক্রমবর্ধমান শক্তিশালী কম্পিউটার ও দীর্ঘমেয়াদি জলবায়ু উপাত্তের লভ্যতার জন্য মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং বিশেষ তাপপ্রবাহে উচ্চ প্রভাবধীন অনেক ঘটনার মধ্যে সংযোগ স্পষ্ট হয়ে ওঠে।
×