ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশসহ নিহত ৫ ॥ আহত ৪০

ঘটনার আকস্মিকতায় হকচকিত পথচারীরা

প্রকাশিত: ০৫:১৪, ২৪ মার্চ ২০১৭

ঘটনার আকস্মিকতায় হকচকিত পথচারীরা

লন্ডনের ওয়েস্টমিনিস্টার বুধবার গাড়ি দিয়ে পথচারীদের আঘাত এবং পার্লামেন্ট প্রাঙ্গণে ছুরি নিয়ে হামলার ঘটনায় পথচারী ও দর্শনার্থীরা প্রথমদিকে হতভম্ব হয়ে পড়েন। তারা প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। মুহূর্তের এই হামলার ঘটনায় সর্বশেষ এক পুলিশসহ পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। খবর টেলিগ্রাফ অনলাইনের। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে বুধবার বিকেলে ওয়েস্টমিনিস্টার সেতুতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। এখানে গাড়িচাপায় তিনজন নিহত ও বহু মানুষ আহত হন। ওয়েস্টমিনিস্টার সেতুতে অন্তত ১২ জন লোককে আহত অবস্থায় দেখেছেন রয়টার্সের এক আলোকচিত্রী। তার তোলা ছবিতে আহত লোকদের সেতুতে পড়ে থাকতে দেখা গেছে, এদের মধ্যে কয়েকজনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এই হামলার সময় অস্ট্রেলিয়ার এক নাগরিক আহত হন। ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর হামলার শিকার ওই অস্ট্রেলিয়ান নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে জার্মানির নাগরিকও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। পার্লামেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্কটল্যান্ড ইয়ার্ডের পুুলিশ কর্মকর্তা কিথ পালমার হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন। তিনি পার্লামেন্টারি ও ডিপ্লোমেটিক প্রটেকশন কমান্ডের সদস্য ছিলেন। কিথ ১৫ বছর ধরে স্কটল্যান্ড ইয়ার্ডে নিয়োজিত ছিলেন এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। এ ঘটনায় হতাহতদের নাম ও পরিচয় বিস্তারিতভাবে এখনও প্রকাশ করা হয়নি। মধ্য লন্ডনের জরুরী বিভাগ জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় তাদের তিনজন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। ফ্রান্স সরকার এই হামলায় তাদের তিন স্কুলছাত্র আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। ওয়েস্টমিনিস্টার সেতুতে চলাচলকারী পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার সময় ১৫ থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্ররা আহত হন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তারা ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কনকারনিউয়ের একটি প্রাইভেট হাইস্কুলের ছাত্র। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। ওই ছাত্রদের পরিবারের সদ্যস্যরা ইতোমধ্যে লন্ডনের পথে রওনা হয়েছেন।
×