ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় কোস্টগার্ডের অভিযানে মাছ জব্দ

প্রকাশিত: ০০:৩৯, ২৩ মার্চ ২০১৭

ভোলায় কোস্টগার্ডের অভিযানে মাছ জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছে। বুধবার রাতে ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্টে অভিযান চালিয়ে ঢাকাগামী এমভি সম্পদ লঞ্চ থেকে প্রায় ২০০ মন জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ আটক করেছে কোস্টগার্ড। তবে এসব মাছ গরিবদের মাঝে বিতরন না করে র্দীঘ দিন পর জব্দকৃত রাতে মাছ নিলাম দেওয়া হয়। এতে করে এলাকায় নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সম্পদ লঞ্চে অভিযান চালায়। এ সময় লঞ্চে থাকা বিপুল পরিমান পোয়া, জাটকা সহ বিভিন্ন প্রজাতির ২০০ মন মাছ জব্দ করা হয়। ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, জব্দকৃত মাছগুলো জেলা প্রশাসন ও মৎস্য কর্তকর্তাদের উপস্থিতিতে ৩ লক্ষ ৩১ হাজার টাকা নিলাম দেওয়া হয়।
×