ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে তৈরি হল এমার পোশাক

প্রকাশিত: ১৮:৫৪, ২৩ মার্চ ২০১৭

ভারতে তৈরি হল এমার পোশাক

অনলাইন ডেস্ক ॥ ‘হ্যারি পটার’ সিরিজের হারমিয়োনি খ্যাত, ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন অভিনীত ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ মুক্তি পেয়েছে গত ১৭ মার্চ। মুক্তির পর থেকেই ছবির সেট ও এমা ওয়াটসনের অভিনয়ের প্রশংসা হচ্ছে সর্বত্র। তবে এগুলো ছাড়াও গোটা চলচ্চিত্রে আলাদাভাবে নজর কেড়েছে এমা ওয়াটসনের চোখ-জুড়ানো, মনোমুগ্ধকর সব পোশাক। রূপকথাভিত্তিক চলচ্চিত্রে পোশাকের কারণে ওয়াটসনকে রূপকথার চরিত্র বলেই মনে হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ছবিতে এমার পরনে থাকা একটি পোশাক তৈরি করা হয়েছে ভারতে। ছবিটিতে এমার গায়ে বিভিন্ন রঙের সুতার সূক্ষ্ম কাজ করা একটি অফহোয়াইট রঙের গাউন দেখা যায়। সেটি তৈরির পেছনের কারিগর ছিলেন গুজরাটের ভুজ এলাকার দুই ভাই কসম ও জুমা। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিটির সহকারী কস্টিউম ডিজাইনার সাইনেদ ও’সুলিভান নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কারুকার্যমণ্ডিত ওই গাউনটির ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, গুজরাটের ভুজ এলাকার দুই ভাই কসম ও জুমার হাতের নিপুণ কারুকার্যের মাধ্যমেই তৈরি হয়েছে এমার এই গাউন। গুজরাটের কুচ এলাকায় বিভিন্ন রঙিন সুতার এ ধরনের নকশাকে বলা হয় ‘আরি’, খুব সূক্ষ্ম চেন সেলাইয়ের মাধ্যমে এই নকশা করা হয়। তবে পোশাকটির মূল নকশা করেছেন মার্কিন কস্টিউম ডিজাইনার জ্যাকলিন ডুরান।
×