ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’৪১ সালে বাংলাদেশের রিজার্ভ হবে ৩.৭৫ ট্রিলিয়ন ডলার

প্রকাশিত: ০৮:২৫, ২৩ মার্চ ২০১৭

’৪১ সালে বাংলাদেশের রিজার্ভ হবে ৩.৭৫  ট্রিলিয়ন ডলার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ’৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উচ্চ আয়ের দেশ। তখন রিজার্ভ হবে ৩.৭৫ ট্রিলিয়ন ডলার। আমাদের এজেন্ডা হতে হবে সামাজিক ও পরিবেশগত উন্নয়ন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে। তাই আমাদের ইনোভেশন প্রয়োজন। বুধবার সন্ধ্যায় ঢাবির নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের জন্য কার্যকর জাতীয় উদ্ভাবন পদ্ধতি ঃ সরকার, বিশ্ববিদ্যালয়, শিল্প এবং উন্নয়ন সহযোগীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিনিয়োগ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এসব কথা বলেন। ঢাবি ইনোভেশন ও এন্ট্রাপ্রেনারশিপ ল্যাব ও অর্গানাইজেশন স্ট্রাটেজি ও লিডারশিপ ডিপার্টমেন্ট যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা প্রধান মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ। সেমিনারে অর্গানাইজেশন স্ট্রাটেজি ও লিডারশিপ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুর রহমান এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শরিয়ত উল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বক্তারা বাংলাদেশে কার্যকর জাতীয় উদ্ভাবন পদ্ধতি কাঠামো তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন অংশীদারের সঙ্গে সহযোগিতার পরিবেশ তৈরি করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প, উন্নয়ন অংশীদার ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও উদ্যোক্তারা সেমিনারে অংশগ্রহণ করেন।
×