ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ফিলাউরি’ আনুস্কার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:১৭, ২৩ মার্চ ২০১৭

‘ফিলাউরি’ আনুস্কার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ

আনুস্কা শর্মা অভিনীত ‘রাব নে বানা দি জোড়ি’ মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। বলিউডে তার অভিষেক হয়েছিল ওই ছবির মাধ্যমে। এর মধ্যে ৯ বছর সময় পেরিয়ে গেছে। অথচ মনে হয়, এই তো মাত্র সেদিন হিন্দী সিনেমার অঙ্গনে পদচারণা শুরু করেছেন সুন্দরী, মেধাবী এই তন্বী সুঅভিনেত্রী। ২৮ বছর বয়সী আনুস্কা শর্মাকে এই মুহূর্তে বলিউডের এগিয়ে থাকা জনপ্রিয় নায়িকাদের একজন বিবেচনা করা হয়। হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। আনুস্কা অভিনীত ছবির তালিকায় রয়েছে বেশ অনেক ব্লকবাস্টার মুভি, সেগুলো বক্স অফিসে কয়েক শ’ কোটি রুপি করে ব্যবসা করেছে। অসংখ্য পুরস্কার নিজের ঝুলিতে পরেছেন তিনি ভাল অভিনয়ের স্বীকৃতি হিসেবে। ফিল্মফেয়ার এ্যাওয়ার্ডে সাতবার মনোনয়ন লাভ করেছেন আনুস্কা, এর মধ্যে একবার পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার ‘জব তক হ্যায় জান’ ছবিতে অভিনয়ের জন্য। নতুন প্রজন্মের সফল জনপ্রিয় নায়িকাদের মধ্যে আনুস্কা শর্মাই একমাত্র অভিনেত্রী, যিনি বলিউডের তিন সুপারস্টার খানÑ আমির, শাহরুখ এবং সালমান খানের সঙ্গে পর্দা জুটি বেঁধে অভিনয় করেছেন। বলিউডে নায়িকা হিসেবে তার অভিষেক হয়েছিল শাহরুখ খানের নায়িকা হিসেবে ‘রাব নে বানা দি ছবির মাধ্যমে। প্রথম অভিনীত ছবিতেই বলিউড কিংকে নায়ক হিসেবে পাওয়ার সৌভাগ্য ক’জন নবাগতা নায়িকার ভাগ্যে জোটে এক্ষেত্রে আনুস্কাকে নিঃসন্দেহে সৌভাগ্যবান বলা যায়। শাহরুখের সঙ্গে জব তক হ্যায় জান ছবিতে দ্বিতীয়বার অভিনয়ের সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করেছেন তিনি। এ ছবিতে আরেকজন নায়িকা ছিলেন ক্যাটরিনা কাইফ। আনুস্কা তাকে টেক্কা দিতে সক্ষম হন এবং সুঅভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন। বর্তমানে বলিউড বাদশা শাহরুখের সঙ্গে ‘রিং’ ছবিতে অভিনয় করছেন। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবিতে আরেকজন নায়িকা ইভিলিন শর্মাও আছেন। তবে রোমান্টিক ড্রামা ধাঁচের এ ছবিটি আনুস্কার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করবে। গত বছর তাকে দেখা গেছে করণ জোহরের সুপারহিট রোমান্টিক সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ। দিল খোলা স্বভাবের ক্যান্সার আক্রান্ত এক স্মার্ট তরুণী আলিজা খানের ভূমিকায় তার চমৎকার অভিনয় দর্শক সমালোচকের প্রশংসা অর্জন করেছে। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে আনুস্কা শর্মা অভিনীত নতুন সিনেমা ‘ফিলাউরি’। এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি এ ছবিটি প্রযোজনাও করেছেন। যদিও এটি তার প্রথম প্রযোজনা নয়। এর আগে সাসপেন্স থ্রিলার ধাঁচের হিন্দী সিনেমা ‘এনএইচ টেন’ প্রযোজনা করেছেন আনুস্কা। বলাবাহুল্য প্রথম প্রযোজিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। গ্রামীণ পটভূমিকায় নির্মিত এ ছবিতে আনুস্কা শর্মা অভিনয় করেছেন অশরীরী এক নারীর ভূমিকায়। রোমান্টিক কমেডি ধাঁচের এ ছবিতে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন ধারণা করা যায়। ‘ফিলাউরি’ ছবিতে আনুস্কার বিপরীতে রয়েছেন পাঞ্জাবি সিনেমার সুপারস্টার অভিনেতা-গায়ক দিল জিৎ দোসান। যাকে এর আগে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে কারিনা কাপুরের বিপরীতে দেখা গেছে। গত প্রায় এক দশকের ফিল্মি ক্যারিয়ারে ১৩টি সিনেমায় আনুস্কা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। অভিনীত চরিত্রগুলো যথাযথভাবে চিত্রায়নের ব্যাপারে তার আন্তরিকতা সহজেই চোখে পড়ে। গত বছরের আরেক ব্লকবাস্টার হিন্দী সিনেমা ‘সুলতান’-এ আনুস্কা একজন নারী কুস্তিগীররূপে পর্দায় উপস্থিত হয়ে দর্শকদের আলোড়িত করেছেন। ‘রাব নে বানা দি জোড়ি’ থেকে শুরু করে বদমাশ কোম্পানি, ‘ব্যান্ড বাজা বরাত’, পাতিয়ালা হাউজ, ‘লেডিজ ভার্সেম রিকি বেহল’ ‘জব তক হ্যায় জান’, মাতরুকী বিজলি কা মানদোলা, পিকে, এনএইচ টেন, ‘বোম্বে ভেলভেট, ‘দিল ধাড়কানে দো, ‘সুলতান‘, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’Ñ অভিনীত ছবিগুলোতে নিজেকে একজন ভার্সাটাইল অভিনেত্রী হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছেন। আর্মি অফিসার বাবার মেয়ে আনুস্কা শর্মা শুরুতে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবেন তেমন কথা ভাবেননি। তবে মডেলিং করতে করতে এক সময়ে সিনেমায় অভিনয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। সঞ্জয় দত্ত অভিনীত ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন আনুস্কা। বলিউডে গত ৯ বছরের ক্যারিয়ারে বেশ অনেক দূর এগিয়েছেন তিনি। হিন্দী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মসের মাধ্যমে নায়িকারূপে তার আত্মপ্রকাশ। এরপর বলিউডের অনেক নামী-দামী ব্যানার এবং গুণী চিত্রনির্মাতার ছবিতে কাজ করেছেন আনুস্কা। নির্ভরযোগ্য জনপ্রিয় তারকা হিসেবে বলিউডে একে একে সাফল্যের নানা ধাপ অতিক্রম করছেন তিনি। সাম্প্রতিক ছবি ‘ফিলাউরি’র মাধ্যমে দর্শকদের সামনে ভিন্নভাবে আসছেন। এক অশরীরী প্রেমিকারূপে তার অভিনয় দর্শকদের বৈচিত্র্যের স্বাদ দেবে। এ বছরেই ইমতিয়াজ আলির ‘রিং’ ছবিতে আবারও শাহরুখের নায়িকা হয়ে আসছেন পর্দায়। দর্শক আনুস্কার অব্যাহত জয়যাত্রা দেখে মুগ্ধ চমকিত।
×