ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভুবনমাঝিতে আরিফ হকের চমক

প্রকাশিত: ০৬:১৬, ২৩ মার্চ ২০১৭

ভুবনমাঝিতে আরিফ হকের চমক

ভুবনমাঝি চলচ্চিত্রটি মুক্তির পর বেশ আলোচনায় এসেছেন তরুণ অভিনেতা আরিফ হক। একেবারে ছোট চরিত্রে অভিনয় করেও যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা যায় আরিফ এক্ষেত্রে উদাহরণ হয়ে থাকবেন। সেটা যদি হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা সহশিল্পী হিসাবে তাহলে তো কথাই নেই। আরিফ হকের ছোট কাকা ছিলেন বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা। জীবন থেকে নেয়া, ওরা এগারো জন, কাঁচের স্বর্গ, বাল্যবন্ধু, পলাতক, ঈশা খাঁ খ্যাত রাজু আহমেদ। তারই পথে এগিয়ে চলেছেন ঢাকাই সিনেমার তরুণ তুর্কি আরিফ হক। সম্প্রতি দর্শকের হৃদয় কেড়েছে তার অভিনীত চলচ্চিত্র ভুবন মাঝি। ভুবন মাঝিতে তার উপস্থিতি খুবই স্বল্প সময়ের জন্য। তারপরও শক্তিশালী অভিনয়ের জাদুতে রবীন্দ্রনাথের হঠাৎ আলোর ঝলকানির মতো তার উপস্থিতি দর্শক মনে রাখবে দীর্ঘ সময়। আরিফ হকের অভিনয়ে হাতেখড়ি ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে। স্থানীয় নাট্যদলের ‘রামলীলা’ গীতিনাট্যে প্রধান চরিত্র রূপায়নের মধ্য দিয়ে। তারপর বাবা লালিম হকের নির্দেশনায় কালচৈতন্য, ঘটনা-দুর্ঘটনা ইত্যাদি নাটকে মঞ্চে সরব ছিলেন দীর্ঘকাল। প্রথম টেলিশন নাটকে কাজ করেন ২০১৩ সালে। আলোচিত গোয়েন্দা ধারাবাহিক তিন গোয়েন্দার ডক্টর কাফী চরিত্রে। এছাড়াও জয়িতা, বুনন, ফাইভ ফিমেইলসসহ বেশ কয়েকটি ধারাবাহিক এবং একক নাটকে। সর্বশেষ টেলিছবি অচিনপাখিতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। নাটকে অবস্থান নিলেও আরিফের আগ্রহ মূলত সিনেমায়। তাই ভুবন মাঝিতে অভিনয়ের প্রস্তাব পেয়েই ঝটপট রাজি হয়ে গিয়েছেন। বললেন, ‘চরিত্র ছোট-বড় যাই হোক অভিনয়ের ব্যাপারে আমি খুব সিরিয়াস ছিলাম। চেয়েছি আমার উপস্থিতি যেন পুরো সিনেমায় একটা সিগনেচার হয়ে থাকে। ছবিটা মুক্তির পর দর্শকদের অনুভূতি জানার পর মনে হয়েছে আমি কিছুটা হলেও সফল হতে পেরেছি। আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে।’
×