ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিমকার্ড ও স্মার্টকার্ডের কাঁচামাল আমদানিতে শুল্ক মওকুফ

প্রকাশিত: ০৬:১১, ২৩ মার্চ ২০১৭

সিমকার্ড ও স্মার্টকার্ডের কাঁচামাল আমদানিতে শুল্ক মওকুফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে সিমকার্ড ও স্মার্টকার্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের মৌলিক কাঁচামাল আমদানিতে শুল্ক মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধিত সিমকার্ড ও স্মার্টকার্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক রেখে সকল ধরনের শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে এনবিআর সূত্রে আরও জানা যায়, বর্তমানে সিমকার্ড ও স্মার্টকার্ডের মৌলিক কাঁচামাল আমদানি শুল্ক ২৫ শতাংশ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ৪ শতাংশ রেগুলেটরি শুল্ক রয়েছে। আর ওই প্রজ্ঞাপনের ফলে ১৫ শতাংশ আমদানি শুল্ক রেখে বাকি শুল্ক মওকুফ করা হলো।
×