ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুটবলার ভার্ডিকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৫২, ২৩ মার্চ ২০১৭

ফুটবলার ভার্ডিকে হত্যার হুমকি

স্পোর্টস রিপোর্টার ॥ অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছিলেন ক্লদিও র‌্যানিয়েরি। লিচেস্টার সিটিকে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন করে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন। এমনকি জিতলেন বর্ষসেরা কোচ হিসেবে মর্যাদার ব্যালন ডি’অর। মুদ্রার উল্টা পিঠ দেখলেন এ বছরই। চ্যাম্পিয়ন লিচেস্টার অবিরাম হারে এ মৌসুমে রেলিগেশনের শঙ্কায়। এ কারণে বরখাস্ত হলেন র‌্যানিয়েরি। অভিযোগ আর গুঞ্জন আছে স্ট্রাইকার জেমি ভার্ডির কারণেই চাকরিচ্যুত হয়েছেন ইতিহাস গড়া এ কোচ। অভিযোগ দানা বেঁধে ওঠার পর ভার্ডি ও তার পরিবার পেয়েছেন হত্যার হুমকি। গত মৌসুমে কোচ র‌্যানিয়েরির সাফল্য গাঁথা লেখার পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন ভার্ডি। দুর্দান্ত ফর্মে ছিলেন ৩০ বছর বয়সী এ স্ট্রাইকার। এ লীগে দুরন্ত নৈপুণ্য দেখিয়েই ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পেয়ে যান তিনি। কিন্তু এ বছর দলের সঙ্গে সঙ্গে ভার্ডির নৈপুণ্যও গত মৌসুমের মতো হয়নি। চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোয় সেভিয়ার বিরুদ্ধে প্রথম লেগে ২-১ গোলে লিচেস্টার পরাজিত হওয়ার পর সিনিয়র খেলোয়াড়দের নিয়ে আলোচনায় বসেছিল ক্লাব কর্তৃপক্ষ। বিষয় ছিল র‌্যানিয়েরি। অভিযোগ আছে সেই আলোচনায় র‌্যানিয়েরির বিরুদ্ধে সবচেয়ে বেশি নাখোশ মনোভাব দেখিয়েছিলেন। কিন্তু ভার্ডি বলেন, ‘আমি ব্যক্তিগত এক আলোচনার জন্য তিনঘণ্টা বসেছিলাম ডোপবিরোধী একটি বিষয় নিয়ে। কিন্তু একটা প্রতিবেদনে আমি দেখেছি র‌্যানিয়েরির ব্যাপারে বেশি অভিযোগ করেছি। আর সে কারণেই এখন মানুষ এটা নিয়ে অনেক বেশি বিতর্কে জড়িয়ে পড়েছে। আমার পরিবার হত্যার হুমকি পেয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম, রাস্তায় হাঁটার সময় প্রতি সপ্তাহেই আমি এমন হুমকি পাচ্ছি।’
×