ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বধির ক্রিকেটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫১, ২৩ মার্চ ২০১৭

বধির ক্রিকেটে পাকিস্তানকে  হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার বধির টি২০ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরের সিটি ক্লাব মাঠে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে ইমন ৫০ ও আকিব মাহমুদ ৩৭ রান করেন। জবাবে খেলতে নেমে আট উইকেট হারিয়ে ১৭৮ রানেই থেমে যায় পাকিস্তানের রানের চাকা। ফলে ২৫ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। এরআগে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার ভারত ৬ উইকেটে স্বাগতিকদের হারায়। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে ১১৭ রানে চার উইকেট হারালেও ভারতকে বেঁধে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। শেষদিকে এক ওভারে ৩০ রান এবং চার ওভারে মোট ৭০ রান নিয়ে ম্যাচ জেতে ভারতের বধির দল। দিনে এটি ছিল ভারতের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৯ উইকেটে হারায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান করে পাকিস্তান। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
×