ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতই চাপে, বলছেন স্টার্ক

প্রকাশিত: ০৫:৫০, ২৩ মার্চ ২০১৭

ভারতই চাপে, বলছেন স্টার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত-অস্ট্রেলিয়া আলোচিত সিরিজ ১-১এ চলমান। শনিবার ধর্মশালায় চতুর্থ ও শেষ টেস্টে ফয়সালা। ঘরের মাটিতে এবার নিশ্চিত ফেবারিট হিসেবে সিরিজ শুরু করে ভারত। কিন্তু প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে বসে বিরাট কোহলির দল। ব্যাঙ্গালুরুতে ৭৫ রানের জয়ে অবশ্য ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। রাঁচির তৃতীয় টেস্ট ড্র হয়। গোটা দ্বৈরথে ফেবারিট ভারতই চাপে বলে মনে করছেন ইনজুরিতে ছিটকে যাওয়া অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক, ‘ভারতের মাটিতে প্রথম টেস্টেই আমরা যেভাবে তাদের হারিয়েছি, আর তারা যেভাবে খেলেছে, তাতে ওরা ভয় পেয়ে গিয়েছিল। পুনেতে কোহলিরা অনেক রক্ষণাত্মক খেলেছিল। অবশ্য পরের টেস্টে ঘুরে দাঁড়িয়েছে। ভাল খেলেছে, সিরিজে ফিরেছে। আমার বিশ্বাস, সতীর্থরা শেষ ম্যাচ জিতে সিরিজ নিয়ে ফিরবে। প্রথম ও তৃতীয় টেস্টের পারফর্মেন্সই আমাদের সেই আত্মবিশ্বাস যোগাচ্ছে।’ ব্যাট-বলের লড়াইয়ের সঙ্গে সমানে চলছে মুখের লড়াইও। এ নিয়ে ফক্স স্পোর্টসকে স্টার্ক আরও বলেন, ‘এটা (কথার লড়াই) সম্ভবত আমাদের চেয়ে ওরাই বেশি করছে। সিরিজের আগে অনেক উন্মাদনা তৈরি হয়েছিল। একটা তরুণ দল হিসেবে এখনও আমরা পথ খুঁজছি। একজন আরেকজনের খেলা দেখে অনেক কিছু শিখছি। (গত বছর) হোবার্ট টেস্ট থেকে আমরা দল হিসেবে এভাবেই এগোচ্ছি।’ গত দুই বছরে দেশের মাটিতে নিজেদের প্রায় ‘অজেয়’ দলে পরিণত করেছিল ভারত। একমাত্র অস্ট্রেলিয়ার তরুণ দলটাই কোহলিদের ধাক্কা দিতে পেরেছে। দ্বিতীয় টেস্টে অশ্বিনের বল স্টার্কের হেলমেটে লাগে। তারপর অশ্বিন নিজের মাথায় দু’টো আঙ্গুল রেখে স্টার্ককে বুঝিয়ে দেন, যে আমার বলেও তোমার লেগেছে। যা নিয়ে স্টার্ক পাল্টা বলেছেন, ‘অশ্বিন একবার অস্ট্রেলিয়ায় আসুক। ওর ইঙ্গিতটা আমার মনে থাকবে। তখন ওর মাথাতেও মারতে পারি আমি।’ চোট পেয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে গেছেন স্টার্ক। কিন্তু উত্তেজনার আগুন থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না তিনি। ঠিক যে রকম পারছে না অস্ট্রেলীয় প্রচার মাধ্যম। মঙ্গলবারই অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে বিরাট কোহালিকে তুলনা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বলা হয়েছে, ‘কোহালি যেন সবকিছুর ওপরে। কোন কিছুর তোয়াক্কা করে না। নিজেই একটা আইন। মিথ্যা খবর ছড়ানোর জন্য আইসিসি বা ভারতীয় বোর্ড কোহলিকে কোন শাস্তি দেয়ার প্রয়োজন বোধ করে না।’ অসিদের এমন বক্তব্যের পাল্টা দিয়েছেন বলিউডের বিগ বস অমিতাভ বচ্চন। অসিদের অহমে খোঁচা দিয়ে কিংবদন্তি এ অভিনেতা বলেন, ‘অস্ট্রেলীয় মিডিয়া বিরাটকে ক্রীড়াঙ্গনের ডোনাল্ড ট্রাম্প বলেছে। ধন্যবাদ অসি মিডিয়া, তোমরা মেনে নিয়েছ যে সে (কোহলি) একজন সত্যিকারের বিজয়ী এবং প্রেসিডেন্ট।’
×